For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সর্বদলীয় বৈঠকে ফারুক আবদুল্লাকে নিয়ে শোরগোল! প্রধানমন্ত্রী দিলেন আশ্বাস

সংসদে শীতকালীন অধিবেশনের আগের দিন প্রথামতো সর্বদলীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে বিরোধীদের তরফে লোকসভার সদস্য ফারুক আবদুল্লাকে আটক রাখার প্রসঙ্গটি তোলা হয়।

  • |
Google Oneindia Bengali News

সংসদে শীতকালীন অধিবেশনের আগের দিন প্রথামতো সর্বদলীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে বিরোধীদের তরফে লোকসভার সদস্য ফারুক আবদুল্লাকে আটক রাখার প্রসঙ্গটি তোলা হয়। দাবি তোলা হয় তাঁকে সংসদে যোগ দিতে দেওয়া হোক। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, সরকার সব বিষয় নিয়ে আলোচনায় রাজি।

বিরোধীদের দাবি

বিরোধীদের দাবি

সরকারের ডাকা বৈঠকে, বিরোধীরা দাবি তোলেন অর্থনীতির ঝিমিয়ে পড়া, কর্মহীনতা এবং কৃষকদের দুর্দশা নিয়ে যাতে এই অধিবেশনে গুরুত্ব দেওয়া হয়। এমনটাই জানিয়েছেন লোকসভায় কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। এদিনের বৈঠকে অংশ নিয়েছিল ২৭ টি দল।

আলোাচনায় ফারুক আবদুল্লা

আলোাচনায় ফারুক আবদুল্লা

এদিনের সর্বদলীয় বৈঠকের আলোচনায় উঠে এসেছে ফারুক আবদুল্লার নাম। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সময় থেকে ফারুক আবদুল্লাকে আটক রাখা হয়েছে। এদিনের বৈঠকে বিরোধী নেতারা দাবি তোলেন, যাতে ফারুক আবদুল্লা সংসদের বৈঠকে যোগ দিতে পারেন। কীভাবে এক সাংসদকে অনৈতিকভাবে আটক রাখা যায়, প্রশান তোলেন রাজ্যসভায় বিরোাধী নেতা গুলাম নবি আজাদ। তবে এব্যাপারের সরকারের কাছ থেকে কোনও রকমের আশ্বাস পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

আলোচনা ও বিতর্কে জোর প্রধানমন্ত্রী

আলোচনা ও বিতর্কে জোর প্রধানমন্ত্রী

এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী অলোচনা ও বিতর্কে জোর দিয়েছেন। জানিয়েছেন, সংশদীয় বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী। গত অধিবেশনের মতোই এই অধিবেশনও প্রোডাক্টিভ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

মোদীর আশ্বাস

মোদীর আশ্বাস

বিধি ও পদ্ধতি মেবে সরকার সব ধরনের আলোচনায় রাজি বলে আশ্বস্ত করেছেন মোদী। সংসদে গঠনমূলক আলোচনা আমলাতন্ত্রকে সতর্ক করে দেয় বলেও মন্তব্য করেছেন তিনি।

স্পিকারের আবেদন

স্পিকারের আবেদন

শনিবার স্পিকার ওম বিড়লা রাজনৈতিক দলগুলির কাছে আবেদনে বলেছেন, যাতে তারা হাউজের কাজ চালাতে সাহায্য করেন।

English summary
Opposition raises Farooq Abdullah's detention in All Party meet in presence of PM Modi. He told govt is ready to discuss all issues.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X