For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিরোধীরা আগামী ১৫ বছর অনুলম বিলম আসন করুক', বিজেপির বিপুল জয়ের পর রামদেবের পরামর্শ

ভোট প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নরেন্দ্র মোদী ও তাঁর পার্টি বিজেপি যা করেছে, তাতে তাঁর ১০০ বার কান ধরে ওঠবোস করা উচিত।

Google Oneindia Bengali News

ভোট প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নরেন্দ্র মোদী ও তাঁর পার্টি বিজেপি যা করেছে, তাতে তাঁর ১০০ বার কান ধরে ওঠবোস করা উচিত। আর ২৩ মে বিকেলে ভোটেরক ফলাফল প্রকাশ্যে আসতেই এবার বিরোধীদের 'অনুলম বিলম'আসন করার পরামর্শ দিলেন যোগগুরু বাবা রামদেব।

বিরোধীরা আগামী ১৫ বছর অনুলম বিলম আসন করুক, বিজেপির বিপুল জয়ের পর রামদেবের টোটকা

বিজেপির ঐতিহাসিক বিপুল জয়ের দিকে এগিয়ে যাওয়ার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে যায়। এরপরই বিরোধীদের উদ্দেশে বার্তা দিয়ে যোগগুরু বাবা রামদেব বলেন, 'বিরোধীদের এবার ১০ থেকে ১৫ বছর অনুলম বিলম করা উচিত বলে আমার মনে হয় । ' এরপরই তিনি বলেন, যাঁরা 'ভারত মাতা কী জয়' বা 'বন্দে মাতরম' এর মতো স্লোগান এদেশে বলে দেয়নি ,সেই বিরোধীদের এবার শিক্ষা নেওয়ার পালা।

[আরও পড়ুন: মোদী সুনামির মধ্যেই ডিএমকে-ঝড় তামিলনাড়ুতে, উল্টো ফলে 'পরিবর্তনে'র বার্তা][আরও পড়ুন: মোদী সুনামির মধ্যেই ডিএমকে-ঝড় তামিলনাড়ুতে, উল্টো ফলে 'পরিবর্তনে'র বার্তা]

এদিন বিজেপির রাজকীয় জয়ের জন্য পার্টিকে অভিনন্দন জানান বাবা রামদেব। পাশাপাশি নরেন্দ্র মোদীকেও তিনি হার্দিক শুভেচ্ছা জানান এই বিপুল পরিমাণ জমসমর্থন নিয়ে এসে সরকার গড়ারক দিকে এগিয়ে যাওয়ার জন্য।

[আরও পড়ুন:মোদী ঝড়েও গোয়ায় আসন খোয়ালো বিজেপি, জিতল কংগ্রেস ][আরও পড়ুন:মোদী ঝড়েও গোয়ায় আসন খোয়ালো বিজেপি, জিতল কংগ্রেস ]

English summary
Opposition parties will have to do Anulom Vilom for the next 10-15 years, says Baba Ramdev.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X