For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ ‌সর্বদল বৈঠকে লোকসভা-‌বিধানসভা ভোট একসঙ্গে করার প্রস্তাবের বিরোধিতা করবেন সোনিয়ারা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা সর্বদল বৈঠকে ফের এক জোট বিরোধীরা। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায বৈঠকে যোগ দিচ্ছেন না। সেকথা তিিন চিঠি লিখে আগেই জানিয়ে দিয়েছেন।

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা সর্বদল বৈঠকে ফের এক জোট বিরোধীরা। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায বৈঠকে যোগ দিচ্ছেন না। সেকথা তিিন চিঠি লিখে আগেই জানিয়ে দিয়েছেন। তবে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে যে তিনি একমত নন সেটা চিঠিতে জানিয়ে দিয়েছেন।

আজ ‌সর্বদল বৈঠকে লোকসভা-‌বিধানসভা ভোট একসঙ্গে করার প্রস্তাবের বিরোধিতা করবেন সোনিয়ারা

এক দেশ এক ভোট নীতি নিয়েই এই সর্বদল বৈঠকে আলোচনা হওয়ার কথা। লোকসভা ভোটের আগেই মোদীর নেতৃত্বাধীন এনডিএ ওয়ান সরকার এই প্রস্তাব রেখেছিল। মোদী ইচ্ছে প্রকাশ করেছিলেন গোটা দেশে একসঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট করা হোক। এতে অর্থের অপচয় অনেক কম হবে।

বৈঠকে যোগ দেওয়ার আগেই বিরোধীরা ইঙ্গিত দিেয়ছেন। অতীতেই তাঁরা এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। কংগ্রেস সবার আগে বিরোধিতার করা সিদ্ধান্ত নিয়েছে। তাতে সমর্থন জানিয়েছ বামেরাও। আজকের বৈঠকে কংগ্রেস যোগ দিলেও রাহুল গান্ধী যাবেন কিনা তা নিশ্চিত নয়। যদি মোদী সব রাজনৈতিক দলের সভাপতিদেরই এই বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়ক এই বৈঠকে যোগ দেবেন। সিপিএম এই বৈঠকে যোগ দিলেই এই প্রস্তাব অসাংবিধানিক দাবি করে তার বিরোধিতা করবেন বলে জানিয়েছে।

English summary
Opposition parties to oppose parallel A‌ssembly And Lok Sabha Elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X