For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভায় জয় পেতে কোন রাজ্যকে টার্গেট বিরোধীদের, জানালেন মমতা

উপনির্বাচনে জেতার সবচেয়ে বড় হাতিয়ার অবশ্যই আঞ্চলিক দলগুলির অঞ্চল ভেদে শক্তি। সেটাই সারা দেশে বিজেপিকে আগামী লোকসভা ভোটে পতনের দিকে ঠেলে দিতে পারে।

  • |
Google Oneindia Bengali News

১০ রাজ্যের উপনির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করে দিয়েছে কংগ্রেস সহ আঞ্চলিক দলগুলি। বিজেপি জোটবদ্ধ হয়েও বহু জায়গায় পতন রোধ করতে পারেনি। আঞ্চলিক দলগুলি কোথাও একা কোথাও দল বেঁধে নরেন্দ্র মোদীর দলকে হারিয়ে জয় তুলে নিয়েছে। আর সেক্ষেত্রে আঞ্চলিক দলগুলি সবচেয়ে ভালো ফলাফল করেছে। এই প্রেক্ষিতে বিরোধী দলগুলিকে যেমন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেছেন, তেমনই কোন উপায়ে নির্বাচন জিততে হবে সেই পথও বাতলে দিয়েছেন।

লোকসভায় জয় পেতে কোন রাজ্যকে টার্গেট বিরোধীদের, জানালেন মমতা

উপনির্বাচনে জেতার সবচেয়ে বড় হাতিয়ার অবশ্যই আঞ্চলিক দলগুলির অঞ্চল ভেদে শক্তি। সেটাই সারা দেশে বিজেপিকে আগামী লোকসভা ভোটে পতনের দিকে ঠেলে দিতে পারে। এমনটাই মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, আঞ্চলিক দলগুলির চরিত্র পাল্টেছে। এখন আর আঞ্চলিক দলগুলিকে দুর্বল ভাবলে বোকামি হবে।

[আরও পড়ুন:উপনির্বাচনের ফলের পরই ২০১৯ লোকসভা জয়ের ফর্মুলা বাতলে দিলেন মমতা][আরও পড়ুন:উপনির্বাচনের ফলের পরই ২০১৯ লোকসভা জয়ের ফর্মুলা বাতলে দিলেন মমতা]

আগামী নির্বাচনে উত্তরপ্রদেশকে টার্গেট করে ফেলতে পারলে সেখানে জয়ের পতাকা ওড়াতে পারলেই বিজেপিকে কেন্দ্রে আটকে দেওয়া যাবে বলে মনে করছেন মমতা। উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে ৭১টি একা বিজেপি পেয়েছিল। পরে দুটি হারতে হয়েছে। এখন এতগুলি আসনের মধ্যে সিংহভাগ বিজেপির হাত থেকে কেড়ে নিতে পারলে বিজেপি কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

উত্তরপ্রদেশে এমনিতেই সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও কংগ্রেস পারস্পরিক সমঝোতার মধ্যে দিয়ে পথ হাঁটছে। সেই জোটকেই আরও জোরদার করে ফেলতে পারলে ২০১৯ লোকসভায় বিজেপির পতন অসম্ভব মনে করছেন না তৃণমূল সুপ্রিমো।

[আরও পড়ুন:'কর্ণাটকে খুঁটিপুজো হয়েছে, ২০১৯-এ দিল্লিতে দশমী হবে', বিজেপিকে হুঙ্কার অভিষেকের][আরও পড়ুন:'কর্ণাটকে খুঁটিপুজো হয়েছে, ২০১৯-এ দিল্লিতে দশমী হবে', বিজেপিকে হুঙ্কার অভিষেকের]

English summary
Opposition parties should focus on Uttar Pradesh to stop BJP in Lok Sabha Elections 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X