For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিমকোর্টের মুখ্য বিচারপতিকে সরাতে সলতে পাকিয়েছে বিরোধীরা, সই হয়ে গিয়েছে খসড়া প্রস্তাব

সুপ্রিমকোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্রকে নিয়ে বিতর্ক থামছে না। তাঁকে সরাতে এবার বিরোধীরা ঐক্যবদ্ধ হয়েছে বলে খবর।

  • |
Google Oneindia Bengali News

সুপ্রিমকোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্রকে নিয়ে বিতর্ক থামছে না। তাঁকে সরাতে এবার বিরোধীরা ঐক্যবদ্ধ হয়েছে বলে খবর। তার মধ্যে কংগ্রেস, এনসিপির মতো দল রয়েছে। সংসদে প্রস্তাব এনে দীপক মিশ্রকে সরানোর প্রস্তুতি সারছে বিরোধীরা।

সুপ্রিমকোর্টের মুখ্য বিচারপতিকে সরাতে সলতে পাকিয়েছে বিরোধীরা

এনসিপি দলের নেতা ডিপি ত্রিপাঠী বলেছেন, বিরোধীরা মুখ্য বিচারপতিকে সরাতে খসড়া প্রস্তাব তৈরি করে ফেলেছে। তাতে অনেকে সই-ও করেছেন। সমাজবাদী পার্টি একে সমর্থন জানিয়েছে। সপা নেতা ঘনশ্যাম তিওয়ারি বলেছেন, বিচারব্যবস্থায় স্বাধীনতা ও ঐক্যবদ্ধতা আনতে আমরা দায়বদ্ধ।

সুপ্রিমকোর্টের মুখ্য বিচারপতিকে সরাতে সলতে পাকিয়েছে বিরোধীরা, সই হয়ে গিয়েছে খসড়া প্রস্তাব

তিওয়ারির দাবি, কংগ্রেস, এনসিপি, বাম দলগুলি এমনকী তৃণমূল কংগ্রেসও এই প্রস্তাবে সম্মতি জানিয়ে সই করেছে।

ঘটনা হল. বিচারব্যবস্থায় স্বচ্ছ্বতার দাবি জানিয়ে গত জানুয়ারি মাসে সুপ্রিমকোর্টের চার বিচারপতি চেলারামেশ্বর, বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি কুরিয়েন জোসেফ ও বিচারপতি মদন বি লোকুর বিদ্রোহ ঘোষণা করে মুখ্য বিচারপতি দীপক মিশ্রকে কাঠগড়ায় দাঁড় করান। সেই ঘটনার পর থেকেই দীপক মিশ্রকে সরানোর দাবি জোরদার হয়েছে।

English summary
Opposition parties have initiated the process to bring a motion to remove Chief Justice of India Dipak Misra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X