For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে সন্ত্রাসের পরিবেশ! কমিশনের কাছে নির্বাচনের পরিস্থিতি তৈরির দাবি বাম-কংগ্রেসের

আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরায় নির্বাচনী সহায়ক পরিস্থিতি তৈরি করা হোক। নির্বাচন কমিশনের কাছে আলাদাভাবে আবেদন জানাল সেই রাজ্যে বিরোধী সিপিএম এবং কংগ্রেস নেতৃত্ব।

  • |
Google Oneindia Bengali News

আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরায় নির্বাচনী সহায়ক পরিস্থিতি তৈরি করা হোক। নির্বাচন কমিশনের কাছে আলাদাভাবে আবেদন জানাল সেই রাজ্যে বিরোধী সিপিএম এবং কংগ্রেস নেতৃত্ব। তাদের অভিযোগ, রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছে শাসক বিজেপি। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

সিপিএম-এর অভিযোগ

সিপিএম-এর অভিযোগ

ত্রিপুরা সিপিএম-এর সম্পাদক গৌতম দাস অভিযোগ জানিয়ে বলেছেন, পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে তাদের প্রার্থী শঙ্করপ্রসাদ দত্তের ওপর চারবার হামলা করা হয়েছে। ত্রিপুরা পূর্ব আসনেও প্রায়ই একই পরিস্থিতি। প্রার্থীদের প্রচার করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর অভিযোগ, গতবছর পঞ্চায়েতে উপনির্বাচনের মতো রাজ্যের শাসক বিজেপি নির্বাচনকে প্রহসনে পরিণত করতে চাইছে। কোনও গণতন্ত্র নেই। ত্রিপুরায় নির্বাচনের কোনও পরিবেশও নেই। নির্বাচন কমিশন নীরব দর্শক বলে অভিযোগ করেছেন রাজ্য সিপিএম-এর সম্পাদক।

তাঁর দাবি রাজ্য বিজেপি বুঝতে পেরেছে, তাদের প্রার্থীরা নির্বাচনে হারবে। তাই সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছে। গৌতম দাসের অভিযোগ, সিপিএম-সহ অন্য বিরোধী প্রার্থীদের ইন্ডোর মিটিং-এর অনুমতি দেওয়া হয়নি। পুলিশের তরফে মিটিং করার লিখিত আবেদন বাতিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। যদিও বা দু-একটি ক্ষেত্রে অনুমতি দেওয়া হচ্ছে, সেখানে গিয়ে বিজেপির তরফে হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। সিপিএম নেতার দাবি, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। রাজ্যপ্রশাসন এবং পুলিশের তরফে পক্ষপাত মূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

কংগ্রেসের অভিযোগ

কংগ্রেসের অভিযোগ

কংগ্রেস এদিন বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা করে, তাদের প্রার্থীর ওপর বিজেপির হামলার অভিযোগ করে। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে তাদের প্রার্থী সুবল ভৌমিকের ওপর মেলাঘরে
হামলা চালানো হয় বলে অভিযোগ। নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ, হামলা-সহ একাধিক অভিযোগ করা হলেও, কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি বলে সংবাদ মাধ্যমের কাছে
অভিযোগ করেছেন দলের রাজ্য সহসভাপতি তাপস দে।

অভিযোগ অস্বীকার বিজেপির

অভিযোগ অস্বীকার বিজেপির

যদিও সব অভিযোগই অস্বীকার করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তাদের দাবি সামনে না হলেও, ভিতরে ভিতরে জোট করেছে সিপিএম ও কংগ্রেস। তাদের দাবি জমানত জব্দ হওয়ার আশঙ্কাতেই অভিযোগ করছে বিরোধীরা। ২৫ বছরের অপশাসনের জেরেই সিপিএম-এর অভ্যন্তরে বিরোধী তৈরি হয়েছে বলে দাবি বিজেপির। সাধারণ মানুষও তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন বলে দাবি করেছেন রাজ্য বিজেপির মুখপত্র নবেন্দু ভট্টাচার্য। বিজেপির তরফে সিপিএম প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হয়নি বলে, দাবি করেছেন তিনি।

English summary
Opposition CPM and Congress urged EC to create conducive situation in Tripura
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X