For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর নতুন বছরের উপহার, এলপিজির মূল্যবৃদ্ধিতে কটাক্ষ বিরোধীদের

বছরের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির কড়া সমালোচনা করেছে বিরোধীরা। সিপিএম-এর তরফে কটাক্ষ করে বলা হয়েছে, এটা মোদীর নতুন বছরের উপহার।

  • |
Google Oneindia Bengali News

বছরের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির কড়া সমালোচনা করেছে বিরোধীরা। সিপিএম-এর তরফে কটাক্ষ করে বলা হয়েছে, এটা মোদীর নতুন বছরের উপহার। অন্যদিকে কংগ্রেসের তরফে বলা হয়েছে, এর জেরে সাধারণ মানুষ আর্থিক সংকটের মধ্যে পড়বেন।

ভর্তুকি বিহীন গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার পিছু ২১.৫০ টাকা

ভর্তুকি বিহীন গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার পিছু ২১.৫০ টাকা

বছরের শুরুর দিনই দাম বাড়ল রান্নার গ্যাসের। তবে তা বেড়েছে ভর্তুকিহীন সিলিন্ডারের ক্ষেত্রে। বুধবার থেকে একধাক্কায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়েছে ২১.৫০ টাকা। তবে ভর্তুকিযুক্ত গ্যাসের দাম অপরিবর্তিতই থাকছে।

মূল্যবৃদ্ধির সমালোচনায় সীতারাম ইয়েচুরি

এদিন রান্নার গ্যাসের দাম বৃদ্ধির সমালোচনা করেছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দামবৃদ্ধিতে মানুষের জীবনধারনের ওপর আঘাত বলে বর্ণনা করেছেন তিনি।

 কংগ্রেসের সমালোচনা

কংগ্রেসের সমালোচনা

কংগ্রেসের তরফেও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করা হয়েছে। তারা বলছে, দাম বৃদ্ধি এমন একটা সময়ে হল, যখন অর্থনীতি যথেষ্টই চাপের মধ্যে রয়েছে। তাদের দাবি, এর জেরে এর জেরে সাধারণ মানুষ আর্থিক সংকটের মধ্যে পড়বেন।

সমালোচনা তৃণমূল, আপ-এর

সমালোচনা তৃণমূল, আপ-এর

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে সরব হয়েছে তৃণমূল থেকে আপ, সবাই।

English summary
Opposition attacks Govt over LPG price Hike, says it is Modi's New Year Bonanza. Congress as wll as CPM criticised this decision of the Govt.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X