For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী বিরোধী ঐক্যে শান, ফ্রেমবন্দি রাহুল-মমতা-কেজরির ভোটের আগেই জোট ঘোষণা

মোদী-বিরোধী ঐক্যে শান দিতে দিল্লিতে বৈঠকে সামিল হল প্রায় সমস্ত প্রধান বিরোধী দল। যন্তরমন্তরে ধরনার পরে শারদ পাওয়ারের বাড়িতে এক বৈঠকে পাশাপাশি রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল।

  • |
Google Oneindia Bengali News

মোদী-বিরোধী ঐক্যে শান দিতে দিল্লিতে বৈঠকে সামিল হল প্রায় সমস্ত প্রধান বিরোধী দল। যন্তরমন্তরে ধরনার পরে শারদ পাওয়ারের বাড়িতে এক বৈঠকে পাশাপাশি রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল। ছিলেন চন্দ্রবাবু নাইডু, ফারুক আবদুল্লা, শরদ যাদবের মতো নেতারা। এই বৈঠক থেকেই একসঙ্গে পথ চলা শুরু করল ইউনাইডেট ইন্ডিয়া।

মোদী বিরোধী ঐক্যে শান, রাহুল-মমতা-কেজরির এক ফ্রেমে ভোটের আগেই জোট

শারদ পাওয়ার থেকে শুরু করে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অরবিন্দ কেজরিওয়াল, সবাই একবাক্যে বুঝিয়ে দিলেন, এই বৈঠক ফলপ্রসূও হয়েছে। রাহুল বলেন, গঠনমূলক বৈঠক হয়েছে। এই জোটের কো-অর্ডিনেশন করে চলা জরুরি। কমন মিনিমাম প্রোগ্রামের মধ্য দিয়ে চলব আমরা।

মমতা বলেন, আমরা জাতীয় স্তরে একসঙ্গে চলব। বিজেপি সরকারকে হটিয়ে জনতার সরকার গড়ে তোলাই আমাদের লক্ষ্য। মোদীকে হটাতে হবে। তাই ভোটের আগেই জোট গড়ে লড়ব আমরা।।

এদিন বিরোধীদের বৈঠক হয় এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের বাড়িতে। সেই বৈঠক যখন প্রায় শেষ, বেরিয়ে যাচ্ছেন অনেকে, তখনই হঠাৎ হাজির কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তখন ফের তৎপরপতা, ভাঙা বৈঠক আবার শুরু। রুদ্ধদ্বার বৈঠকে দিল্লির বুকে দীর্ঘদিন পর মুখোমুখি কংগ্রেসে সভাপতি রাহুল গান্ধী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৯ লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। আরও তাৎপর্যপূর্ণ রাহুল গান্ধীর উপস্থিত হওয়া এবং রাহুল-মমতার মুখোমুখি হওয়া। এদিন সকালেই তৃণমূলের ধরনা মঞ্চে উপস্থিত হয়েছিলেন রাহুল গান্ধী। তৃণমূল সাংসদদের সঙ্গে জোট বেঁধে মোদী বিরোধিতায় সামিল হয়েছেন। এরপর দিনভর রাজধানীতে আবর্তিত হয়েছে জোট-সমীকরণ।

English summary
Opponent announces alliance before Lok Sabha Election 2019. The meeting is conducted in Sharad Power house at Delhi,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X