For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছন্দার বিরুদ্ধে সিবিআই তদন্ত আমেরিকায় বসে প্রভাবিত করছেন বিজেপি মন্ত্রী! সরব বিরোধীরা

ছন্দা কোচর ইস্যুতে রীতিমত অস্বস্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এর আগে সিবিআইকে তোপ দাগেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরুণ জেটলি।

  • |
Google Oneindia Bengali News

ছন্দা কোচর ইস্যুতে রীতিমত অস্বস্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এর আগে সিবিআইকে তোপ দাগেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরুণ জেটলি। প্রশ্ন তোলেন , ব্যাঙ্কিং শিল্পের সঙ্গে জড়িত প্রথম সারির ব্যক্তিত্বদের নাম কে ন আনছে সিবিআই। আর অর্থমন্ত্রীর ব্লগ প্রকাশ্যে আসার কয়েক দিনের মাথাতেই বদলি হতে হয়েছে চন্দার বিরুদ্ধে সিবিআইয়ের তদন্তকারী অফিসার শুধাংশু ধর মিশ্রকে।

আমেরিকায় বসে ছন্দার বিরুদ্ধে সিবিআই তদন্ত প্রভাবিত করছেন বিজেপি মন্ত্রী! সরব বিরোধীরা

বিরোধীদের অভিযোগ, চন্দা কোছরের বিরুদ্ধে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ায় প্রভাব খাটাচ্ছে বিজেপি। তাঁদের দাবি, আমেরিকায় বসে গোটা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করছেন অরুণ জেটলি। এদিকে, গোটা ঘটনায় সিবিআই পড়েছএ অস্বস্তিতে। সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সিবিাই হানার খবর আগগেভাগে ফাঁস হয়ে যায়। যে ঘটনার নেপথ্যে ছিলেন সুধাংশু মিশ্র। তাই তাঁকে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চলছে তদন্ত।

চন্দা ইস্যুতে সিবিআইয়ের অস্বস্তির পাশাপাশি ভোটের আগে অস্বস্তি বেড়েছে পদ্ম শিবিরেও। কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সিবিআইয়ের কর্মপ্রক্রিয়া প্রভাবিত করেছেন। এবার আমেরিকায় চিকিৎসাধীন অরিণ জেটলির বিরুদ্ধেও কার্যত একই অভিযোগ তুলেছে কংগ্রেস।

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি আইসিআইসিআইয়ের ব্যাঙ্কের প্রাক্তন এম ডি ও সিইও চন্দা কোছর , তাঁর স্বামী দীপক কোছর, ও ভিডিওকনের বেণুগোপাল ধুতের বিরুদ্ধে দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করে সিবিআই। এই ঘটনার পরের দিনই অর্থাৎ ২৩ জানুয়ারি মামলার প্রধান তদন্তকারী সিবিআই অফিসার সুধাংশু মিস্রকে রাঁচিতে বদলি করা হয়। আর বদলি বিতর্ক নিয়েই এবার সরব বিরোধীরা।

English summary
Arun Jaitley Rebukes CBI For Naming Top Banking Officials In FIR In ICICI-Videocon Loan Case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X