For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে সংকটের মেঘ জোট সরকারের মাথায়! বিজেপি-র 'অপরেশন লোটাস' এখনও জারি

ক্রমেই সংকটের মেঘ ঘনাচ্ছে কর্ণাটকের রাজনৈতিক দৃশ্যপটে। এখনও বিপর্যয়ের মেঘমুক্ত হতে পারেনি কন্নড়ভূমের কংগ্রেস-জেডিএস জোট সরকার। বিজেপির অপরেশন লোটাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে কংগ্রেস-জেডিএস সর

  • |
Google Oneindia Bengali News

ক্রমেই সংকটের মেঘ ঘনাচ্ছে কর্ণাটকের রাজনৈতিক দৃশ্যপটে। এখনও বিপর্যয়ের মেঘমুক্ত হতে পারেনি কন্নড়ভূমের কংগ্রেস-জেডিএস জোট সরকার। বিজেপির অপরেশন লোটাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে কংগ্রেস-জেডিএস সরকারকে।

কর্ণাটকে সংকটের মেঘ জোট সরকারের মাথায়! বিজেপি-র অপরেশন লোটাস এখনও জারি

শোনা যাচ্ছে মুম্বইয়ের এক বিলাসবহুল রিসর্টে ফের বন্দি রয়েছেন সেরাজ্য়ের বিধায়করা। তবে সেখানে কতজন রয়েছেন, সেই সংখ্যা এখনও স্পষ্ট নয়। এই মুহূর্তে ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় কংগ্রেস , জেডিএসের ১১৭ জন বিধায়কের জোট সরকার গঠন করেছে। সঙ্গে রয়েছে বিএসপি ও কেরিজেপির মোট ৩ বিধায়ক। বিজেপির একারই দখলে রয়েছে ১০৪ টি আসন। সূত্রের দাবি, কংগ্রেসের কয়েকজন বিধায়ক রয়েছে মুম্বইয়ের হোটেলে। যাঁরা বেঙ্গালুরু আসতে রাজি নন। এদিকে, আগামীকাল কর্ণাটক বিধানসভায় রাজ্য বাজেট। তার আগে , কংগ্রেসের সাধারণ বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেও যোগ দিতে চাইছেন না মুম্বইয়ের রিসর্টে অবস্থানকারী বিধায়করা।

[আরও পড়ুন:কর্ণাটকে সংকটের মেঘ জোট সরকারের মাথায়! বিজেপি-র 'অপরেশন লোটাস' এখনও জারি ][আরও পড়ুন:কর্ণাটকে সংকটের মেঘ জোট সরকারের মাথায়! বিজেপি-র 'অপরেশন লোটাস' এখনও জারি ]

এদিকে, বিজেপির উদ্যোগ সফল হবে না বলে দাবি করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। অন্যদিকে কুমারস্বামীর বিরুদ্ধেও গেরুয়া শিবিরের বিধায়কদের লোভ দেখানোর অভিযোগ রয়েছে। যদিও সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।

English summary
Operation Lotus is strill on In Karnataka, cong MLAs refusing to come to Bangalore.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X