For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন ব্যর্থ অপারেশন লোটাস, জানালেন দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা নিজেই

নতুন করে চেষ্টাও ব্যর্থ। কর্নাটকের কংগ্রেস-জেডিএস জোট সরকারকে ফেলার চেষ্টা ব্যর্থ হওয়ায় খানিক মুখ পুড়ল বিজেপি নেতৃত্বের।

  • |
Google Oneindia Bengali News

নতুন করে চেষ্টাও ব্যর্থ। কর্নাটকের কংগ্রেস-জেডিএস জোট সরকারকে ফেলার চেষ্টা ব্যর্থ হওয়ায় খানিক মুখ পুড়ল বিজেপি নেতৃত্বের। কেননা ইতিমধ্যেই বিক্ষুব্ধ নেতারা ফের ঠাণ্ডা হয়ে গিয়েছেন। বিজেপি বিধায়কদের কেনার চেষ্টা করছে, এই অভিযোগের মধ্যেই বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়করা আস্তে আস্তে নিজেদের ঘরে ফিরছেন।

কঠিন স্বপ্ন কর্নাটকে

কঠিন স্বপ্ন কর্নাটকে

কর্নাটকে বিজেপির ক্ষমতা দখলের স্বপ্নটা বেশ কঠিন। নিজেদের সরকার কর্নাটকে বসাতে গেলে প্রথমেই যে কাজটি বিজেপিকে করতে হবে তা হল, কর্নাটক বিধানসভায় বিধায়কের সংখ্যা কমাতে হবে ২২৪ থেকে ২১১-তে। অর্থাৎ কমপক্ষে ১৪ কংগ্রেস বিধায়ককে ইস্তফায় রাজি করাতে হবে। যদিও বিক্ষুব্ধ হওয়ার পরেই কংগ্রেস বিধায়করা বুঝে যান তাদের সংখ্যাটা ৪ থেকে ৫ -এর বেশি নয়। এমন কী তারা দলের অন্য কাউকে প্রভাবিতও করতে পারেননি।

কংগ্রেসের দাবি

কংগ্রেসের দাবি

অন্যদিকে স্পিকার তাদের ইস্তফা নিয়ে ভিন্ন সিদ্ধান্ত নিতে পারেন, তা জানাই ছিল ওইসব কংগ্রেস বিধায়কদের। কংগ্রেস সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল বলেন, বিজেপির অপারেশন ব্যর্থ হয়েছে। অসাধু উপায়ে বিজেপি তাদের বিধায়কদের দিকে হাত বাড়িয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি।

বিএস ইয়েদুরাপ্পা জানালেন তাঁর কথা

বিএস ইয়েদুরাপ্পা জানালেন তাঁর কথা

সূত্রের খবর অনুযায়ী, বিএস ইয়েদুরাপ্পা গুরগাঁও-এ থাকা বিজেপি বিধায়কদের বলেছেন, অপারেশন বাতিল করা হয়েছে। তিনি বলেছেন, তারা আশা করেছিলেন কমপক্ষে ১২ থেকে ১৫ জন কংগ্রেস বিধায়ক ইস্তফা দেবেন। কিন্তু তা হয়নি। তিনি আরও বলেছেন, অন্তত ১২ জন বিধায়ক ইস্তফা দেবেন বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু শেষ পর্যায়ে তাঁরা বেকে বসেন।

English summary
Operation Lotus fails again in Karnataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X