For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভারত মাতা কি জয়, যাঁরা বলবেন তাঁরাই দেশে থাকতে পারবেন', দিল্লি হিংসা নিয়ে মত জয়রাম ঠাকুরের

  • |
Google Oneindia Bengali News

জ্বলছে দেশের রাজধানী। একের পর এক মৃত্যুর খবর উঠে আসছে দিল্লির বুক থেকে। এদিকে, এমন পরিস্থিতিতে কোনও মতেই যেব বিজেপি নেতারা কোনও বিতর্কিত মন্তব্য না করেন, তা নিয়ে উদ্বিগ্ন দিল্লি বিজেপি। কোনও উস্কানিমূলক মন্তব্যকে রেয়াত না করার বার্তা দিয়েছেন বহু বিজেপি নেতা। এমন পরিস্থিতিতে বিজেপি শাসিত হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা।

হিমাচলের মুখ্যমন্ত্রীর বক্তব্য দিল্লি নিয়ে

হিমাচলের মুখ্যমন্ত্রীর বক্তব্য দিল্লি নিয়ে

'ভারত মাতা কি জয় , যাঁরা বলবেন তাঁরাই এদেশে থাকবেন', হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এভাবেই দিল্লিতে সিএএ ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন। তাঁর দাবি, দেশ বিরোধিতা যাঁরা করছেন, তাঁদের নিয়ে ভাবতে হবে।

কোন বক্তব্য জয়রামের?

কোন বক্তব্য জয়রামের?

সাম্প্রতিক দিল্লির পরিস্থিতি নিয়ে হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম বলেন, '.. যাঁরা বলবেন না (ভারত মাতা কি জয় ), যাঁরা ভারতের বিরোধিতা করবেন, সংবিধানিক প্রতিষ্ঠানের সম্মান করবেন নাষ আর এমন বারবার করবেন, ..তাঁদের সম্পর্কে ভাবতে হবে। '

সমালোচকদের বিরুদ্ধে ব্যবস্থার ইঙ্গিত!

সমালোচকদের বিরুদ্ধে ব্যবস্থার ইঙ্গিত!

এক প্রশ্নের জবাবে জয়রাম বলেন, 'যাঁরা একটি রাজনৈতিক ভাবনা থেকে বলছেন, পরিস্থিতি খারাপ, ভারতে সব কিছু ঠিক নেই, সব খারাপ হচ্ছে, .. এরকম মানসিকতা যাঁদের রয়েছে, .. আমার মনে হয়, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসে গিয়েছে।'

বিরোধিতায় কংগ্রেস ও বাম দলেরা

বিরোধিতায় কংগ্রেস ও বাম দলেরা

মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে বেজায় বিক্ষুব্ধ সেখানের কংগ্রেস ও বাম দলগুলি। বাম দলগুলির দাবি, ভারতের সংবিধানই ভারতের 'জয়' , তাই আলাদা করে এমন জয় বলবার প্রয়োজন নেই। এদিকে, দিল্লির পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করে হিমাচলের মুখ্যমন্ত্রীকে তোপ দেগেছে কংগ্রেসও।

English summary
Only Those who say ‘Bharat Mata ki Jai’ will stay in India says Himachal CM on Delhi violence .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X