For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘটা করে উদ্বোধনই সার, সপ্তাহ পেরলেও চালু করা যায়নি ৩০টিরও বেশি ক্যান্টিন

মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার আশ্বাসের পরও মাত্র ৭০টি ইন্দিরা ক্যান্টিন চালু হয়েছে বেঙ্গালুরু শহরে। পরিস্থিতি না বিচার করেই কাজে ঝাঁপানো হয়েছে বলে দাবি আধিকারিকদের।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

গত সপ্তাহেই ঘটা করে বেঙ্গালুরুতে ইন্দিরা ক্য়ান্টিনের উদ্বোধন করেছিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। বেঙ্গালুরু জুড়ে মোট ১০১ ইন্দিরা ক্যান্টিন ও ৬টি রান্নাঘর চালুর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও। কিন্তু এক সপ্তাহ পর দেখা যাচ্ছে মাত্র ৭০টি ইন্দিরা ক্যান্টিন সচল হয়েছে, বাকিগুলির কাজই এখনও পর্যন্ত শেষ হয়নি।

[আরও পড়ুন: জয়ললিতাকে ঠাকুমা ইন্দিরার আসনে বসালেন রাহুল ! হতবাক কংগ্রেস নেতৃত্ব][আরও পড়ুন: জয়ললিতাকে ঠাকুমা ইন্দিরার আসনে বসালেন রাহুল ! হতবাক কংগ্রেস নেতৃত্ব]

ঘটা করে উদ্বোধনই সার, সপ্তাহ পেরলেও চালু করা যায়নি ৩০টিরও বেশি ক্যান্টিন

বেঙ্গালুরুতে ইন্দিরা ক্যান্টিনের উদ্বোধন করে রাহুল গান্ধী বলেছিলেন, সাধারণ মানুষ মাত্র ৫টাকায় জলখাবার ও ১০ টাকায় দুপুর বা রাতের খাবার পাবেন এই ক্যান্টিনে। রাজ্যজুড়েই এই ক্যান্টিন চালু করার কথা ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু এক সপ্তাহ পরে দেখা যাচ্ছে, মাত্র ৭০টি ক্যান্টিনই চালু করা গিয়েছে বেঙ্গালুরু শহরে। যেখানে ১০১টি ক্যান্টিন চালু করার কথা ছিল। এবিষয়ে বেঙ্গালুরু পুরসভার মেয়র জি পদ্মাবতী জানিয়েছেন, মুখ্য়মন্ত্রীর কথামত তড়িঘড়ি ইন্দিরা ক্যান্টিন তৈরি করা হয়েছে ঠিকই কিন্তু রান্নাঘর তৈরির কাজকে গুরুত্ব দেওয়া হয়নি। সেকারণেই একসঙ্গে সবকটি ইন্দিরা ক্যান্টিন চালু করা সম্ভব হয়নি। বর্তমানে বেঙ্গালুরুতে ৭০টি ইন্দিরা ক্যান্টিনে ২৫ থেকে ২৮ হাজার মানুষের খাবার তৈরি করা হচ্ছে। তবে বাকি ক্যান্টিনগুলিও দ্রুতই চালু হয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

ঘটা করে উদ্বোধনই সার, সপ্তাহ পেরলেও চালু করা যায়নি ৩০টিরও বেশি ক্যান্টিন

তবে বেঙ্গালুরু পুরসভার এক আধিকারিক যা জানিয়েছেন, তা চমকে ওঠার মতই। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে খুশি করতে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো হয়নি তাঁকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মানতে, পরিস্থিতি না বুঝেই কাজে ঝাঁপিয়ে পড়া হয়েছে।

এদিকে শহরের আরও চারটি সরকারি হাসপাতালেও দ্রুত ইন্দিরা ক্যান্টিন চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া । বেঙ্গালুরুতে ৭০টি ক্যান্টিন চালু হলেও রাজ্যের বাকি জায়গার অবস্থা কিন্তু সেই তিমিরেই রয়েছে।

English summary
Despite CM Siddaramaiah's words, only 70 out of 101 Indira canteens are functional in Bengaluru.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X