For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১২৫ কোটির দেশে, কত মানুষ আয়কর দিচ্ছেন, জানলে চমকে যাবেন

২০১৫-১৬ অ্যাসেসমেন্ট ইয়ারে সালে মাত্র ১.৭ শতাংশ ভারতীয় আয়কর দিয়েছেন। এমনই তথ্য দিয়েছে আয়কর দফতর।

  • |
Google Oneindia Bengali News

২০১৫-১৬ অ্যাসেসমেন্ট ইয়ারে সালে মাত্র ১.৭ শতাংশ ভারতীয় আয়কর দিয়েছেন। এমনই তথ্য দিয়েছে আয়কর দফতর।

১২৫ কোটির দেশে, কত মানুষ আয়কর দিচ্ছেন, জানলে চমকে যাবেন

অ্যাসেসমেন্ট ইয়ার ২০১৫-১৬(অর্থবর্ষ ২০১৪-১৫)-তে রিটার্ন ফাইল করেছিলেন প্রায় ৪.০৭ কোটি মানুষ। আগের বছরে যে সংখ্যাটি ছিল ৩.৬৫ কোটি। তবে এর মধ্যে মাত্র ২.০৬ কোটি মানুষ আয়কর দিয়েছেন। বাকিরা ট্যাক্স লিমিটের নিচে রয়েছেন বলে দাবি করেছেন।

অ্যাসেসমেন্ট ইয়ার ২০১৪-১৫-তে ৩.৬৫ কোটি মানুষ রিটার্ন ফাইল করলেও, আয়কর দিয়েছিলেন ১.৯১ কোটি মানুষ। তথ্য জানান দিচ্ছে, ১২৫ কোটির দেশে প্রায় ৩ শতাংশ মানুষ রিটার্ন দাখিল করেন।

১২০ কোটির মধ্যে ২.০১ কোটির আয় দেখানো হয়েছিল ট্যাক্স লিমিটের নিচে। ৯,৬৯০ জন ট্যাক্স দিয়েছেন ১ কোটি টাকা করে কিংবা তারও ওপর। একজন ট্যাক্স দিয়েছেন ১০০ কোটি টাকা। ২.৮০ কোটি মানুষের কাছ থেকে ১৯,৯৩১ কোটি টাকা ট্যাক্স আদায় হয়েছে। যাঁরা ট্যাক্স দিয়েছেন ৫.৫ লক্ষ থেকে ৯.৫ লক্ষ টাকা করে।

১.৮৪ কোটি রিটার্ন-এ আয় দেখানো হয়েছে ১.৫ লক্ষ।

এই মূহূর্তে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন যাঁরা, তাঁদের কোনও ট্যাক্স দিতে হয় না।

অ্যাসেসমেন্ট ইয়ার ২০১৪-১৫-তে ৩.৬৫ কোটি মানুষ রিটার্ন দাখিল করেছিলেন। যার মধ্যে ১.৩৭ কোটি মানুষ তাঁদের আয় দেখিয়েছেন ২.৫ কোটি টাকার কম।

অ্যাসেসমেন্ট ইয়ার ২০১৫-১৬-তে ১.৩৩ কোটি মানুষের আয়র ছিল ২.৫ লক্ষ থেকে ৩.৫ লক্ষের মধ্যে।

English summary
Only 1.7% Indians paid Income tax in AY 2015-16, says official data
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X