For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ঋণে' পেঁয়াজ মিলছে আধার কার্ড 'বন্ধক' দিয়ে! দেশের একাধিক জায়গায় দামের 'ঝাঁঝ' অব্যাহত

আধার কার্ড 'বন্ধক' হিসাবে জমা রাখলেই মিলছে 'ঋণ'-এ পেঁয়াজ। সারা দেশে যেভাবে পেঁয়াজের দাম বাড়ছে তাতে দেশের বিভিন্ন প্রান্তে পেঁয়াজ নিয়ে উঠে আসছে একাধিক খবর।

  • |
Google Oneindia Bengali News

আধার কার্ড 'বন্ধক' হিসাবে জমা রাখলেই মিলছে 'ঋণ'-এ পেঁয়াজ। সারা দেশে যেভাবে পেঁয়াজের দাম বাড়ছে তাতে দেশের বিভিন্ন প্রান্তে পেঁয়াজ নিয়ে উঠে আসছে একাধিক খবর, ঠাট্টা। মিমের ফুলঝুরি সোশ্যাল মিডিয়ায়। কোথাও রেস্তোরাঁতে খাবারের মেন্যু থেকেও বাদ দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ। এমন পরিস্থিতিতে কয়েকটি অবাক কাণ্ডের খবর দেখ নেওয়া যাক এক নজরে।

ঋণ-এ দেওয়া হচ্ছে পেঁয়াজ?

ঋণ-এ দেওয়া হচ্ছে পেঁয়াজ?

খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বেনরসে ঋণে দেওয়া হচ্ছে পেঁয়াজ। যার বদলে বন্ধ হিসাবে রাখা হচ্ছে আধার কার্ড বা রুপোর গয়না। এমন উদ্যোগ যোগীরাজ্য উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির তরফে। যারা পেঁয়াজর দাম বৃদ্ধির ইস্যুতে প্রতিবাদের জেরে এমন পদক্ষেপ নিয়েছে।

 পেঁয়াজ ইস্যুতে উত্তর প্রদেশে কংগ্রেসের প্রতিবাদ কেমন?

পেঁয়াজ ইস্যুতে উত্তর প্রদেশে কংগ্রেসের প্রতিবাদ কেমন?

উত্তর প্রদেশ বিধানসভার বাইরে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোবে সামিল হয় কংগ্রেসও। সেখানে পেঁয়াজ ৪০ টাকা প্রতি কেজি হিসাবে বিক্রি করতে দেখা যায় কংগ্রেস কর্মীদের।

বেঙ্গালুরুতে বন্ধ 'ওনিয়ন দোসা'!

বেঙ্গালুরুতে বন্ধ 'ওনিয়ন দোসা'!

পেঁয়াজের দামের খারাপ দশার জন্য বেঙ্গালুরুর বিভিন্ন রেস্তোরাঁতে বন্ধ রয়েছে ওনিয়ন দোসার বিক্রি। আর যেখানে ওনিয়ন দোসা বিক্রি হচ্ছে, সেখানে দোসার দাম দেখেই অনেকে তা কিনতে সাহস দেখাচ্ছেন না!

পেয়াঁজের দাম কবে কমার সম্ভবনা রয়েছে! জানাচ্ছে রিপোর্ট পেয়াঁজের দাম কবে কমার সম্ভবনা রয়েছে! জানাচ্ছে রিপোর্ট

English summary
Onions on loan by keeping Aadhaar Card as mortgage in Varanasi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X