For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শতরান পেঁয়াজের, ৬০-এ ব্যাটিং টম্যাটোর, বাজারে ঢোকা নিয়ে আতঙ্কে আমজনতা

রকেটের গতিতে বাড়ছে পেঁয়াজের দাম। দিল্লিতে পেঁয়াজের দাম পৌঁঢে গিয়েছে ১০০ টাকা প্রতি কেজিতে। এদিন দিল্লির পাহাড়গঞ্জের খুচরো সবজি বাজারে পেঁসাজ বিক্রি হয়েছে জেকি পিছু ১০০ টাকায়।

  • |
Google Oneindia Bengali News

রকেটের গতিতে বাড়ছে পেঁয়াজের দাম। দিল্লিতে পেঁয়াজের দাম পৌঁঢে গিয়েছে ১০০ টাকা প্রতি কেজিতে। এদিন দিল্লির পাহাড়গঞ্জের খুচরো সবজি বাজারে পেঁসাজ বিক্রি হয়েছে জেকি পিছু ১০০ টাকায়। তবে শুধু পেঁয়াজই নয়, অন্য সবজির দামও ঊর্ধ্বমুখী। যার মধ্যে রয়েছে টমেটো। যার প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা করে।

শতরান পেঁয়াজের, ৬০-এ ব্যাটিং টম্যাটোর

তবে পাইকারি মূল্য কমলেও, দাম বৃদ্ধি চলছেই। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে এই পরিস্থিতি চলছে। ব্যবসায়ীদের ওপরে স্টক রাখা নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করায় পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করছেন কেউ কেউ। এছাড়াও মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি পেঁয়াজের মতো সবজির দাম বৃদ্ধিকে অসহনীয় করে তুলেছে।

ওনিয়ন ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাজেন্দ্র শর্মা বলেছেন, এর আগে পেঁয়াজের পাইকারি মূল্য ৬০ থেকে ৭০ টাকা কেজিতে পৌঁছে গেলে খুচরো বাজারে তা ১০০ টাকা পৌঁছে গিয়েছে। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকমের। গত ২ দিন ধরে পেঁ.য়াজের দাম হ্রাস পাচ্ছে বলে জানিয়েছেন তিনি। আগামী এক সপ্তাহে পেঁয়াজের দাম আরও কমবে বলে জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন, সরকার দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সবরকম ব্যবস্থা গ্রহণ করছে। বুধবার তিনি মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, পেঁয়াজের দাম বেড়েছে এবার পেঁয়াজের উৎপাদন প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ কম হওয়ায়। সরকার সেই অবস্থা সম্পর্কে অবগত বলেছেন পাসোয়ান।

বহুমূল্য সবজি! ফুটপাতের দোকান থেকে চুরি গেল আদা, পেঁয়াজবহুমূল্য সবজি! ফুটপাতের দোকান থেকে চুরি গেল আদা, পেঁয়াজ

English summary
Onion touches 100 per kg, tomatos sold for Rs 60 per kg
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X