For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রকেটের গতিতে বাড়ছে পেঁয়াজের দাম! ঝাঁজ সর্বত্র

কার্যত রকেটের গতিতে বাড়ছে পেঁয়াজের দাম। যার ঝাঁজে বেহার রান্না ঘরের অবস্থা। কোনও কোনও রাজ্যে পেঁয়াজের খুচরো মূল্য ৯০ টাকা কেজিতে পৌঁছে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কার্যত রকেটের গতিতে বাড়ছে পেঁয়াজের দাম। যার ঝাঁজে বেহার রান্না ঘরের অবস্থা। কোনও কোনও রাজ্যে পেঁয়াজের খুচরো মূল্য ৯০ টাকা কেজিতে পৌঁছে গিয়েছে। অগাস্ট সেপ্টেম্বরে পেঁয়াজের কেজি ৮০ টাকায় পৌঁছেছিল। সেই সময় তা হয়েছিল অত্যধিক বৃষ্টির কারণে। আর এবার কারণ হিসেবে দেখানো হচ্ছে শস্য কম থাকার কারণ।

 রকেটের গতিতে বাড়ছে পেঁয়াজের দাম! ঝাঁজ সর্বত্র

দেশে মহারাষ্ট্রই মূলত পেঁয়াজের যোগান দিয়ে থাকে। কিন্তু এবছরে আবহাওয়া প্রতিকূল ছিল। কোনও জায়গায় হয়েছে অতিবৃষ্টি, আর কোনও জায়গায় বৃষ্টিই হয়নি। যার জেরে ফসলের প্রভূত ক্ষতি হয়েছে।

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, লাসেলগাঁও হোলসেল মার্কেটে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫.৫০ টাকায়। ব্যবসায়ীরা এরপরেই পেঁয়াজের আরও দাম বৃদ্ধির আশঙ্কা করছেন। কেননা অক্টোবর-নভেম্বরের অসময়ে বৃষ্টি। নাসিক, আহমেদনগর এবং পুনেতে গত দুসপ্তাহে বৃষ্টির কারণে পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে।

সারা দেশেই পেঁয়াজের দামে কিছুটা সংশোধন হয়েছিল গত মাসে। কিন্তু বাজারের পরিস্থিতি দেখে মনে হচ্ছে ক্রেতাদের ফের বাড়তি মূল্য দিতে হবে। কেননা দেশের বিভিন্ন জায়গায় পেঁয়াজের মূল্য ৬০ থেকে ৯০ টাকার মধ্যে।

বেশ কিছু কৃষক বৃষ্টি নিয়ে তাঁদের অবস্থার কথা জানিয়েছেন। তাঁরা বলেছেন নতুন পেঁয়াজ নষ্ট হয়ে গিয়েছে। ফলে পুরনো স্টকই তাঁরা বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

পেঁয়াজের মূল্য যখন কেজি পিছু ১০০ টাকার দিকে যাচ্ছে, তখন বলা যায় যে গত ৩ মাসে হোলসেল মার্কেটে পেঁয়াজের দাম চারগুণ বৃদ্ধি পেয়েছে। সেই কারণে পেঁয়াজের খুচরো মূল্যতেও বৃদ্ধি হয়েছে।

English summary
Onion prices rises like skyrocket touched Rs 90 per Kg in retail markat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X