For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উৎসবের মরশুমে পেঁয়াজের দামে আগুন! গত চার বছরে রেকর্ড বৃদ্ধি মূল্যে

সামনেই উৎসবের মরশুম। এক সপ্তাহ পার করলেই দুর্গাপুজো। তার আগে ক্রমেই অগ্নিমূল্য হয়ে উঠছে পেঁয়াজের দাম। গত ৪ বছরে সবচেয়ে দামী হয়ে গিয়েছে পেঁয়াজের মূল্য।

  • |
Google Oneindia Bengali News

সামনেই উৎসবের মরশুম। এক সপ্তাহ পার করলেই দুর্গাপুজো। তার আগে ক্রমেই অগ্নিমূল্য হয়ে উঠছে পেঁয়াজের দাম। গত ৪ বছরে সবচেয়ে দামী হয়ে গিয়েছে পেঁয়াজের মূল্য। দিল্লি এনসিআর এলাকায় রীতিমতো পারদ চড়তে শুরু করেছে পেঁয়াজের দাম ঘিরে।

পেঁয়াজের দাম রাজধানী দিল্লিতে কত?

পেঁয়াজের দাম রাজধানী দিল্লিতে কত?

গত চার বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে এই মুহূর্ত দিল্লি -এনসিআর এলাকায় পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৬০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা হয়ে দাঁড়িয়েছে । আগামী ২০- ৩০ দিনে এই দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

পেঁয়াজের যোগান কম

পেঁয়াজের যোগান কম

পেঁয়াজের দাম বাড়ার নেপথ্যে সবচেয়ে বড় কারণ হিসাবে রয়েছে, যোগানের কমতি। এমনই দাবি বিভিন্ন ব্যবসায়ী মহলের। এই মুহূর্তে দিল্লি এনসিআর এলাকায় চাহিদার পরিমাণ ১.৫ শতাংশ বেড়ে গিয়েছে। যা যোগানের তুলনায় অনেক কম।

কেন পেঁয়াজের যোগানের কমতি?

কেন পেঁয়াজের যোগানের কমতি?

পেঁয়াজের দাম ২৫ শতাংশ বেড়ে গিয়েছে দিল্লি এনসিআর এলাকায়। মূলত কর্ণাটক, মহারাষ্ট্র , অন্ধ্রপ্রদেশ, গুজরাতে ভারী বৃষ্টিপাতের জেরে পেঁয়াজের উৎপান কম হয়েছে। নষ্ট হয়েছে প্রচুর পেঁয়াজ। ফলে কমতে শুরু করেছে পেঁয়াজের যোগান। আর নতুন পেঁয়াজের উৎপাদনও সেভাবে হচ্ছে না । ফলে ক্রমেই উৎসবের মরশুমে বাড়ছে পেঁয়াজের দাম।

[ উৎসবের মুখে সুদিন ফেরার আশা, সপ্তাহের শুরুতেই চাঙ্গা শেয়ারবাজার][ উৎসবের মুখে সুদিন ফেরার আশা, সপ্তাহের শুরুতেই চাঙ্গা শেয়ারবাজার]

[ফের নিম্নচাপের ভ্রুকুটি! বৃষ্টি ভাসাতে পারে পুজোর বাজার][ফের নিম্নচাপের ভ্রুকুটি! বৃষ্টি ভাসাতে পারে পুজোর বাজার]

English summary
Onion Price touch record four year high before Festive season in India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X