For Quick Alerts
For Daily Alerts
চলে গেল ট্রেন! আশ্চর্যজনকভাবে রক্ষা ১ বছরের শিশু, ভিডিও-তে দেখুন
ঘটনাটিকে আশ্চর্যজনক বললেও হয়ত বলা ভুল হবে। ট্রেন চলে যাওয়ার পর একবছরের এক শিশুকে পুরোপুরি সুস্থ অবস্থান উত্তর প্রদেশের মথুরা স্টেশনের সামনের লাইন থেকে উদ্ধার করা হয়েছে। স্টেশনে থাকা উদ্বিগ্ন লোকজন শিশুটির জন্যই অপেক্ষা করছিলেন।

সংবাদ সংস্থা সূত্রে খবর, গাড়ি থেকে তাড়াতাড়ি নামার সময় শিশুর বাবার ধাক্কা পড়ে যান না। হাত থেকে শিশু ছিটকে গিয়ে পড়ে রেললাইনের পাশে।
ট্রেনটি স্টেশন ছেড়ে চলে যাওয়ার পরেই এক ব্যক্তি লাইনে লাফিয়ে পড়ে শিশুটিকে টেনে তোলেন এবং পরিবারের হাতে তুলে দেন।
দিন দুয়েক আগে অন্ধ্রপ্রদেশে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এক ব্যক্তি পড়ে গিয়েছিলেন। সেই সময় তাঁকে উদ্ধার করেছিলেন এক আরপিএফ কর্মী।
#WATCH: One-year-old girl escapes unhurt after a train runs over her at Mathura Railway station. pic.twitter.com/a3lleLhliE
— ANI UP (@ANINewsUP) November 20, 2018