For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ছড়িয়েছে পরিযায়ী শ্রমিকদের মাধ্যমেও, দেশের এক তৃতীয়াংশ আক্রান্ত ৩১ টি জেলা থেকে

এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের এক তৃতীয়াংশ দেশের বিভিন্ন রাজ্যের ৩১ টি জেলা থেকে হয়েছে। এই জেলাগুলিতেই সর্বোচ্চ সংখ্যক পরিযায়ী শ্রমিকরা ফিরেছেন বলেও জানা যাচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের এক তৃতীয়াংশ দেশের বিভিন্ন রাজ্যের ৩১ টি জেলা থেকে হয়েছে। এই জেলাগুলিতেই সর্বোচ্চ সংখ্যক পরিযায়ী শ্রমিকরা ফিরেছেন বলেও জানা যাচ্ছে। সারা দেশে ২১ দিনের লকডাউন উঠে যাওয়ার পথে। কিন্তু তা তোলার আগে সরকারকে চিন্তা করতে হবে এইসব পরিযায়ী শ্রমিকের বসবাস করা এলাকাগুলির কথা।

এক-তৃতীয়াংশ আক্রান্ত ৩১ টি জেলা থেকে

এক-তৃতীয়াংশ আক্রান্ত ৩১ টি জেলা থেকে

মঙ্গলবার সকালে সারা দেশে আক্রান্তের সংখ্যাটা হল ৪৪২১ জন। সোমবার পর্যন্ত যা ছিল ৪২৮১ জন। সারা দেশের ২৮৪ টি জেলায় আক্রান্তরা ছড়িয়ে রয়েছেন। এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে এই আক্রান্তদের মধ্যে ১৪৮৬ জন অর্থাৎ ৩৪.৭১ জন এই জেলাগুলি থেকে গিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে। ২৪ মার্চ প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণা করার পরেই এইসব পরিযায়ী শ্রমিকরাব বাড়ির উদ্দেশে বেরিয়ে পড়েন।

যেসব রাজ্যে ছড়িয়ে ৩১ টি জেলা

যেসব রাজ্যে ছড়িয়ে ৩১ টি জেলা

২০২৬-১৭ সালের একটি অর্থনৈতিক সমীক্ষা থেকে দেখা যায় দেশের সব থেকে বেশি পরিযায়ী শ্রমিকরা থাকেন ৩১ জেলায়। এই ৩১ টি জেলার মধ্যে দিল্লির ১১ টি জেলা রয়েছে। এছাড়াও রয়েছেন উত্তর প্রদেশের গৌতমবুদ্ধ নগর, হরিয়ানার গুরগাঁও, মহারাষ্ট্রের মুম্বই, মুম্বই সাবার্বান, থানে, পুনে, তামিলনাড়ুর চেন্নাই, ইরোড, কাঞ্চিপুরম, কোয়েম্বাটোর, থিরুভাল্লুর, মধ্যপ্রদেশের ইন্দোর, ভোপাল, কর্নাটকে বেঙ্গালুরুর তিনটি জেলা, তেলেঙ্গানার হায়দরাবাদ রুরাল এবং আর্বান, গুজরাতের সুরাত এবং চণ্ডীগড়।

এছাড়াও ওই অর্থনৈতিক সমীক্ষায় দেখানো হয়েছিল, গুজরাতের ভালসাদ, অসমের শনিতপুর এবং পুদুচেরিতেও সর্বোচ্চ সংখ্যায় পরিযায়ী শ্রমিকরা থাকেন।

শহরগুলির মধ্যে আক্রান্তের সংখ্যায় এগিয়ে দিল্লি, মুম্বই

শহরগুলির মধ্যে আক্রান্তের সংখ্যায় এগিয়ে দিল্লি, মুম্বই

সোমবারের পরিসংখ্যান অনুযায়ী শহর হিসেবে সব থেকে বেশি আক্রান্ত দিল্লিতে, ৫২৩ জন। এরপরেই রয়েছে মুম্বই শহরতলী, সেখানে আক্রান্ত ৩১৫ জন। দিল্লি সংলগ্ন দুটি রাজ্যে থাকা গৌতম বুদ্ধনগর এবং গুরগাঁওতে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫০ ও ২৫ জন।

অন্য যেসব শহরে আক্রান্তের সংখ্যা বেশি

অন্য যেসব শহরে আক্রান্তের সংখ্যা বেশি

২০১৬-১৭ সালের অর্থনৈতিক সমীক্ষা থেকে দেখা যায় দিল্লিতে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিকরা গিয়েছেন উত্তর প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, পঞ্জাব, রাজস্থান, উত্তরখণ্ড, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর থেকে।
অন্য যেসব শহর, যেখানে পরিযায়ী শ্রমিকদের দেখা মেলে, সেগুলি হল হায়দরাবাদ, চেন্নাই এবং বেঙ্গালুরু। আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১২৫, ৮০ এবং ৫৫ জন।

English summary
One third of Coronavirus infection from 31 districts mostly from migrants
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X