For Quick Alerts
For Daily Alerts
ভোর থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ! সোপিয়ানে জঙ্গির দেহ উদ্ধার
জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের নারওয়ানিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক জঙ্গির। এদিন ভোর থেকে এই সংঘর্ষ হয়। জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত নয় নিরাপত্তা বাহিনী। এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলছে। তবে গুলি যুদ্ধ থেমে গিয়েছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সেনাবাহিনীর ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস, এসওজি এবং সিআরপিএফ-এর মিলিত বাহিনী সোপিয়ানের নারওয়ানির ইমামসাহাব গ্রামে হানা দেয়। জঙ্গিদের লুকিয়ে থাকার নির্দিষ্ট খবর পাওয়ার পর এই তল্লাশি অভিযান শুরু হয়। এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
Jammu & Kashmir: An exchange of fire between terrorists and security forces is underway in Narwani area of Shopian district. More details awaited. pic.twitter.com/kJyQpeGmeD
— ANI (@ANI) July 5, 2019