ফের সেনা-জঙ্গি সংঘর্ষ কাশ্মীরে, বাদগামে খতম এক জঙ্গি
একদিকে য়খন অমরনাথ যাত্রা শুরু হল কাশ্মীরে ঠিক তখনই সেনা-জঙ্গি সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে উপত্যকায়।
রবিবার সকাল থেকেই কাশ্মীরের বাদগাম জেলার চাদুরায় শুরু হয়েছে গুলির লড়াই। সেনাবাহিনীর কাছে আগেই খবর ছিল চাদুরার একটি বািড়তে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। সেই খবর অনুযায়ী অভিযান শুরু করেন তাঁরা। সেনাকে দেখে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।

পাল্টা গুলি চালায় সেনাবাহিনীও। ইতিমধ্যেই এক জঙ্গিকে নিকেশ করেছে বাহিনী। আরও জঙ্গি বাড়িটিতে লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে গোটা এলাকায়। মোবাইল পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েেছ।
সিআরপিএফের এএসআই বিনয কুমার জানিয়েছেন মৃত জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে বাহিনী। এদিকে আজই শুরু হয়েছে বছরের প্রথম অমরনাথ যাত্রা। ২২০০ যাত্রী রওনা হয়েছেন অমরনাথেক উদ্দেশ্যে। এই যাত্রা পণ্ড করার পরিকল্পনা জঙ্গিদের রয়েছে। হতে পারে বড় হামলা। গোয়েন্দারা আগে থেকেই রাজ্য প্রশাসনকে এই নিয়ে সতর্ক করেছেন। সেই মতো নজরদারি চালানো হচ্ছে। এই মাসেই অনন্তনাগ জেলায় দুই জৈশ জঙ্গি হামলা চালিয়েছিল। মোটরবাইকে করে এসে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। তাতে পাঁচ সিআরপিএফ জওয়ান আহত হয়েছিলেন।
[আরও পড়ুন: জঙ্গি হামলার সতর্কতা নিয়েই শুরু হল অমরনাথ যাত্রা]