সোপিয়ানের পর পুলওয়ামা,কাশ্মীরে জঙ্গি দমনে বড় সাফল্য সেনার! ২৪ ঘন্টায় ৬ জঙ্গির মৃত্যু, শহিদ ১ জওয়ান
জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমনে বড় সাফল্য সেনার। এদিন ভোরে পুলওয়ামায় হওয়া সংঘর্ষে সেনার গুলিতে মারা পড়েছে ৩ জঙ্গি। তবে এক সেনা জওয়ান শহিদ হয়েছেন এই সংঘর্ষে।
৪ ম্যানেজিং ডিরেক্টরের 'পরীক্ষা'! এসবিআই-এর চেয়ারম্যান পদ নিয়ে বড় ঘোষণা ব্যাঙ্কস বোর্ড ব্যুরোর

ভোররাতে সংঘর্ষ শুরু
জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে রাত একটা নাগাদ সংঘর্ষ শুরু হয়। পুলওয়ামার জাদুরা এলাকায় সেনা, পুলিশের যৌথ বাহিনী অভিযান চালায়।
নির্দিষ্ট সূত্রে এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু করে সেনা, সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। তল্লাশি অভিযান শুরু হতেই হামলা চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী।

অভিযান জারি
জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, এলাকায় পুলিশ ও সেনার জঙ্গি বিরোধী অভিযান জারি রয়েছে।

উদ্ধার অস্ত্র
সেনার মুখপত্র রাজেশ কালিয়া জানিয়েছেন, এই সংঘর্ষের পরে ঘটনাস্থল থেকে একটি একে রাইফেল এবং দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

শুক্রবারের অভিযানে ৩ জঙ্গির মৃত্যু
শুক্রবারও জঙ্গি বিরোধী অভিযান চলে উপত্যকায়। সোপিয়ানে হওয়া অভিযানে ৩ জঙ্গির মৃত্যু হয়েছিল সেই অভিযানে। ফলে ২৪ ঘন্টার কম সময়ে কাশ্মীর উপত্যকায় ৬ জঙ্গির মৃত্যু হল। একজঙ্গিকে জীবিত অবস্থায় ধরা হয়েছে।