For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্র বিজয়ের পর দিল্লি দখলের হুঁশিয়ারি শিবসেনার

একদিকে যখন মহারাষ্ট্রে শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই সময় দলের নেতা সঞ্জয় রাউত দিলেন হুঁশিয়ারি।

  • |
Google Oneindia Bengali News

একদিকে যখন মহারাষ্ট্রে শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই সময় দলের নেতা সঞ্জয় রাউত দিলেন হুঁশিয়ারি। তিনি এদিন বলেন, দিল্লিতে তাদের দল যদি ক্ষমতায় আসে অবাক হওয়ার কিছু নেই।

দিল্লি দখলের হুঁশিয়ারি

দিল্লি দখলের হুঁশিয়ারি

এদিন তিনি বলেন, নির্বাচনের ফল বেরনোর শুরুর দিন থেকেই তিনি বলে আসছেন, শিবসেনা সরকার গঠন করবে। তিনি বলেন, তিনি আগেই বলেছিলেন মন্ত্রলয়ার ষষ্ঠতলে সূর্যায়ন নিরাপদেই অবতরণ করবে। কিন্তু এইকথায় অনেকেই হেসেছিলেন। বর্তমানে সূর্যায়ন সফলভাবেই অবতরণ করেছে। বলেছেন রাউত।

 দিল্লিতে 'সূর্যায়ন' সেনা

দিল্লিতে 'সূর্যায়ন' সেনা

এই প্রসঙ্গেই তিনি বলেন, অবাক হওয়ার কিছু নেই, যদি সূর্যায়ন সেনা দিল্লিতেও অবতরণ করে। সঞ্জয় রাউত সূর্যায়নকে দলের নেতা হিসেবে উদ্ধৃত করেছেন।

 মিলল অজিত পাওয়ারকে নিয়ে ভবিষ্যদ্বাণী

মিলল অজিত পাওয়ারকে নিয়ে ভবিষ্যদ্বাণী

অজিত পাওয়ারের প্রশ্নের উত্তরে রাউত বলেছেন, মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার শপথ নেবেন। এখানে অজিত পাওয়ারের ভূমিকাও স্পষ্ট। শনিবার যখন তিনি মহারাষ্ট্রে উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, তখনও তিনি (সঞ্জয় রাউত) বলেছিলেন, তিনি (অজিত পাওয়ার) ফেরত আসবেন।

 ২৮ নভেম্বর উদ্ধব ঠাকরের শপথ

২৮ নভেম্বর উদ্ধব ঠাকরের শপথ

দ্বিতীয় দফায় প্রায় তিনদিন মুখ্যমন্ত্রী মঙ্গলবার বিকেলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন দেবেন্দ্র ফড়নবিশ। পরে শিবসেনা, এনসিপি, কংগ্রেস রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে মিলিত হয় এবং সরকার গঠনের দাবি জানায়। শিবসেনার তরফে জানিয়ে দেওয়া হয়, উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হিসেবে ২৮ নভেম্বর শপথ নেবেন।

English summary
One shouldn't get surprised if Shiv Sena comes to power in Delhi, says Sanjay Raut. Uddhav Thackeray will take oath as the Chief Minister of Maharashtra.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X