For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'এক দেশ, এক কার্ড' লাগু হচ্ছে কবে থেকে ! কেন্দ্রের তরফে স্পষ্ট হল অবস্থান

'এক দেশ, এক কার্ড' লাগু হচ্ছে কবে থেকে! কেন্দ্র স্পষ্ট করল অবস্থান

  • |
Google Oneindia Bengali News

'এক দেশ, এক কার্ড' নিয়ে আগেই পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছিল সরকার। আর এবার কবে থেকে সেই পদক্ষেপ খাতায় কলমে গৃহিত হবে, তা নিয়ে বড়সড় ঘোষণা করল সরকার। তবে এক্ষেত্রেও দেশ জুড়ে এই নিয়ম লাগু হলেও, কয়েকটি রাজ্য আপাতত এই নিয়মের আওতা থেকে দূরে থাকবে।

কবে লাগু হবে 'এক দেশ, এক কার্ড '?

কবে লাগু হবে 'এক দেশ, এক কার্ড '?

কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসওয়ান রাজ্যসভায় জানিয়েছেন যে আগামী ১ জুন থেকে লাগু হতে চলেছে 'এক দেশ, এক কার্ড' । এই কার্ড এর মাধ্যমে দেশের যেকোনও স্থানে গিয়ে রেশন পেতে পারেন দেশের যেকোনও নাগরিক। এরজন্য থাকতে হবে রেশন কার্ড ও আধার কার্ডের যোগ। অন্যদিকে, সমস্ত রেশন দোকানে থাকতে হবে পিওএস মেশিন।

কোন কোন রাজ্য়ে ইতিমধ্যেই এই স্কিম লাগু হয়েছে?

কোন কোন রাজ্য়ে ইতিমধ্যেই এই স্কিম লাগু হয়েছে?

অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, মহাারাষ্ট্র, গুজরাত, কেরল, কর্ণাটক, রাজস্থান, হরিয়ানা সহ দেশের মোট ১২ টি রাজ্যে লাগু রয়েছে এই 'এক দেশ এক কার্ড' এর নিয়ম। এই বছরের জানুয়ারি মাস থেকেই এই নিয়ম লাগু হয়েছে দেশের ১২টি রাজ্যে।

 কোন কোন রাজ্যে আপাতত লাগু হবে না এমন নিয়ম?

কোন কোন রাজ্যে আপাতত লাগু হবে না এমন নিয়ম?

জানা গিয়েছে, সারা দেশে আগামী ১ জুন থেকে এই নিয়ম লাগু হতে চললেও, উত্তরপূর্বের দেশগুলিতে এই নিয়ম লাগু হবে না আপাতত। এমনই বার্তা এসেছে কেন্দ্রের তরফে। তবে বাকি রাজ্যে এই নিয়ম লাগু করার জন্য সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

'কেন্দ্রের এনপিআর, সিএএ, এনআরসি সমস্তটাই সংযুক্ত,' মুখ খুলেই বিস্ফোরক বাম শাসিত কেরলের পিনারাই বিজয়ন'কেন্দ্রের এনপিআর, সিএএ, এনআরসি সমস্তটাই সংযুক্ত,' মুখ খুলেই বিস্ফোরক বাম শাসিত কেরলের পিনারাই বিজয়ন

English summary
One nation, one ration card' scheme will be made applicable across country from June 1.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X