For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

UP Poll 2022: অখিলেশই ভরসা, যোগীর মন্ত্রিসভার আরেক মন্ত্রী যোগ দিলেন সমাজবাদী পার্টিতে

UP Poll 2022: অখিলেশই ভরসা, যোগীর মন্ত্রিসভার আরেক মন্ত্রী যোগ দিলেন সমাজবাদী পার্টিতে

Google Oneindia Bengali News

আরও এক যোগীর মন্ত্রিসভার সদস্য যোগ দিলেন সমাজবাদী পার্টিতে। দারা সিং চৌহ্বান যোগ দিলেন অখিলেশের দলে। এই নিয়ে যোগীর মন্ত্রিসভার তৃতীয় ব্যক্তি যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে। রবিবার লখনউয়ে অখিলেশ যাদবের উপস্থিতিতেই তিনি যোগ দেন সমাজবাদী পার্টিেত। গত কয়েকদিনে যোগীর মন্ত্রিসভার একাধিক নেতা ছেড়েছেন দল। ভোটের আগে আগেই হঠাৎ করে মন্ত্রিসভার সদস্য দের গেরুয়া শিবির ছাড়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তর প্রদেশে।

সমাজবাদী পার্টিতে যোগ দিলেন বিজেপি নেতা

সমাজবাদী পার্টিতে যোগ দিলেন বিজেপি নেতা

রবিরা লখনউয়ে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন যোগীর মন্ত্রীসভার মন্ত্রী দারা সিং চৌহ্বান। কয়েকদিন আগে বিজেপির প্রতি বিদ্রোহ ঘোষণা করে দল ছেড়েছিলেন তিনি। প্রকাশ্যেই যোগী সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন দ্বারা সিংচৌহ্বান। শেষ পর্যন্ত সেই সমাজবাদী পার্টিতেই যোগ দিেয়ছেন তিনি। তাঁর আগে আরও ২ জন মন্ত্রী বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিেয়ছেন।

দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন দারা সিং চৌহ্বান। তিনি প্রকাশ্যেই অভিযোগ করেছেন, বিজেপি দলিতদের উন্নয়ন করবেন বলেই প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু গত ৫ বছরে যোগী সরকার দলিতদের উন্নয়নে কোনও কাজ করেনি। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব বলেছেন যোগী সরকারের অপশাসনের হাত থেকে বাঁচতেই তাঁর হাত ছাড়ছেন একের পর এক নেতা মন্ত্রী। দারা সিং চৌহ্বানকে দলে স্বাগত জানিয়ে এক জোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন অখিলেশ যাদব।

দল বদলে বাড়ছে উত্তর প্রদেশে

দল বদলে বাড়ছে উত্তর প্রদেশে

ভোট ঘোষণা হতেই একের পর এক বিজেপি নেতা বিদ্রোহী হয়ে উঠেছেন। যোগীর মন্ত্রিসভা থেকে একের পর এক মন্ত্রীর পদত্যাগে ঘুম ছুটেছে দিল্লির পার্টি অফিসের। তড়িঘড়ি বৈঠক করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন নাড্ডা। কিন্তু একের পর এক নেতা বিদ্রোহ ঘোষণা করে চলেছেন। এমনকী উত্তর প্রদেশে বিজেপির শরিক আপনা দলের বিধায়করাও বিদ্রোহ ঘোষণা করে যোগীর মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসেছে। দলিত ভোট ভাগ হওয়ার আশঙ্কায় রয়েছে বিজেপি।

শিয়রে ভোট

শিয়রে ভোট

২০২৪-র লোকসভা ভোটের আগে উত্তর প্রদেশের বিধানসভা ভোট যাকে বলে অ্যাসিড টেস্ট হতে চলেছে বিজেপির। সেকারণেই গত কয়েক মাস ধরে বিজেপিতে একের পর এক প্রকল্পের উদ্বোধন করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুশীনগরে আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শুরু করে কাশী বিশ্বনাথ মন্দিরে করিডর, এক্সপ্রেস ওয়ে একের পর এক উদ্বোধন করে রাজ্যবাসীর মন জয়ের চেষ্টা চালিয়ে গিয়েছেন মোদী। কিন্তু ভোট ঘোষণার ঠিক আগের মুহূর্তে একের পর এক বিজেপি নেতার দল ছাড়ার ঘটনায় কেমন যেন সব হিসেব গুলিয়ে গিয়েছে গেরুয়া শিবিরের।

English summary
One more minister joins Samajwadi party after leaving BJP before UP assembly election 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X