
অমৃতসর কাণ্ডের পর পাঞ্জাবে গণপিটুনিতে মৃত্যু আরও এক জনের
বিধানসভা ভোটের আগে নতুন উত্তেজনা পাঞ্জাবে। অমৃতসরে গণপিটুনিতে যুবকের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে ফের ফের গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটল পাঞ্জাবে। পাঞ্জাবের কপুরতলা জেলায় নিজামপুর জেলায় ঘটেছে এই ঘটনা। সূত্রের খবর গুরুদ্বারে ভোর চারটে নাগাদ নিশান সাহিবের অমাননা করার চেষ্টা করছিলেন সেই যুবক। তারপরেই তাঁকে ধরে বেধড়ক মারধর করে। প্রবল মারধরে আশঙ্কা জনক অবস্থায় হায়পাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

একের পর এক ঘটনা ঘটে চলেছে পাঞ্জাবে। গতকাল রাতে পাঞ্জাবের অমৃতসরে স্বর্ণ মন্দিরে ঢুকে শিখদের ধর্মগ্রন্থ গ্রন্থসাহিবের অবমাননার চেষ্টা করেন এক যুবক। তাঁকে হাতে নাতে ধরে ফেলে বেধড়ক মারধর করা হয়। মারধরের চোটে মৃত্যু হয় সেই যুবকের। এই নিয়ে গতকাল থেকে প্রবল উত্তেজনা ছড়িয়েছিল গোটা শহরে। পাঞ্জাবেও শিখরা রীতিমত ক্ষোভে ফুঁসছিলেন।
সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পাঞ্জাবের কপুরতলা জেলায় আরও এক ঘটনা ঘটল। এবার গুরুত্বারে ঢুকে শিখদের ধর্মীয় পতাকা নিশান সাহিবকে অবমাননার চেষ্টা করা হয়। কপুরতলার নিজপুর জেলায় ঘটেছে ঘটনাটি সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা অভিযুক্ত যুবককে ধরে ফেলে এবং তাঁকে বেধড়ক মারধর শুরু করে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
একের পর এক ঘটনায় পাঞ্জাবে উত্তেজনা বেড়েছে। বিধানসভা ভোটের আগে পাঞ্জাবকে অশান্ত করার চক্রান্ত চলছে বলে অভিযোগ উঠেছে। তবে পরিস্থিতি সামাল দিতে তৎপর পুলিশ। স্বর্ণ মন্দির সহ রাজ্যের সব গুরুদ্বারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। নজরদারীও বাড়ানো হয়েছে পাঞ্জাব সীমানায়। পাঁচ রাজ্যের ভোটের মধ্যে পাঞ্জাবও অন্যতম বিজেপির কাছে। তবে পাঞ্জাব েযহেতু কংগ্রেসের দখলে রয়েছে সেহুতু হালে পানি পেতে একটু সকরত করতে হবে বিজেপিকে।
যদিও বিজেপি ভোট ব্যাঙ্ক বাড়াতে অমরিন্দর সিংয়ের হাত ধরেছে। কৃষি আইন বাতিল করে পাঞ্জাবের কৃষকদের মন জয়ের চেষ্টা করেছে মোদী সরকার। দিল্লির সীমানা থেকে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে পাঞ্জাবের কৃষকরা। এই কৃষি আইনের কারনেই শিরোমনি অকালিদলের সঙ্গে জোট ভেঙেছিল বিজেপির। তাতে চাপ বেড়েছিল মোদী সরকারের। এদিকে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের সুযোগ বিজেপি পেতে পারে পাঞ্জাবে এমনই মনে করছে রাজনৈতিক মহল।
