For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড বুস্টার ডোজ বুকিং করতে গিয়ে পড়তে পারেন প্রতারকদের খপ্পরে, সতর্ক না হলে হারাতে হতে পারে অর্থও

একদিকে সারা দেশে করোনার (Coronavirus) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের (Omicron) দাপট শুরু হয়েছে। অন্যদিকে ভ্যাকসিনের তৃতীয় ডোজ কিংবা বুস্টার (Booster) ডোজ নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। এই মুহূর্তে ফ্রন্টলাইন ওয়ার্কার এবং

  • |
Google Oneindia Bengali News

একদিকে সারা দেশে করোনার (Coronavirus) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের (Omicron) দাপট শুরু হয়েছে। অন্যদিকে ভ্যাকসিনের তৃতীয় ডোজ কিংবা বুস্টার (Booster) ডোজ নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। এই মুহূর্তে ফ্রন্টলাইন ওয়ার্কার এবং প্রবীণ নাগরিকরা এই সুবিধা পাচ্ছেন। সেই সময়েই প্রতারকরা (Scameer) ওত পেতে রয়েছে। বুস্টার ডোজে সাহায্যের নামে ব্যাঙ্ক থেকে টাকা হাতিয়ে (scam) নিয়ে তৈরি সেই সব প্রতারকরা।

কীভাবে প্রতারণার সম্ভাবনা

কীভাবে প্রতারণার সম্ভাবনা

প্রতারকরা সরকারি স্বাস্থ্য কর্মী কিংবা আধিকারিক পরিচয় দিয়ে ফোনে বয়স্ক নাগরিকদের বলতে পারে তারা বুস্টার ডোজের বুকিং-এ সাহায্য করতে চান। প্রতারকরা সাধারণভাবে বয়স্ক নাগরিকদেরই নিশানা করছে। সেক্ষেত্রে প্রতারকরা বোকা বানাতে তৈরি। প্রতারকরা স্বাস্থ্য বিভাগের কর্মী কিংবা আধিকারিক দাবি করে বয়স্ক ব্যক্তিদের ফোন করে ঠিকানা, মোবাইল নম্বর এবং অন্য বিবরণ নিতে পারে। এছাড়াও ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজের বিবরণও জানতে চাইতে পারে।
এর কয়েকদিন পরে স্বাস্থ্য বিভাগের কর্মী দাবি করা সেই ব্যক্তি কিংবা অন্য আরেক ব্যক্তি ফের ফোন করতে পারে বয়স্ক নাগরিককে সাহায্য করতে চেয়েছ। সেই ফোনটিকে আসল বলে দেখাতে ব্যক্তিগত বিবরণ বলতে থাকবে। সঙ্গে বলবে ফোন নম্বরে একটি ওটিপি যাবে, তা যেন তখনই বলে দেওয়া হয়। বুস্টার ডোজ নিশ্চিত করতে সেই ওটিপি প্রয়োজন বলেও বলতে পারে সেই ব্যক্তি।

অ্যাপ ডাউনলোড করতে বলতে পারে

অ্যাপ ডাউনলোড করতে বলতে পারে

এছাড়াও প্রতারকরা বলতে পারে কোনও একটি নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করতে। ডেস্কটপ অ্যাপ AnyDesj কিংবা TeamViewer ডাউনলোড করতেও বলতে পারে। প্রতারকরা বলতে পারে বুকিং প্রক্রিয়ায় ওই সবের প্রয়োজন।

 ওটিপি শেয়ার করতে বলতে পারে

ওটিপি শেয়ার করতে বলতে পারে

সব থেকে বড় ব্যাপার হল ওটিপি প্রয়োজন হয় অনলাইন টাকা লেনদেনের ক্ষেত্রে। এইসব ক্ষেত্রে প্রতারকরা যেসব ব্যক্তিকে লক্ষ্য করবে, তাঁদের ব্যাঙ্কের প্রয়োজনীয় তথ্যও তাদের হাতে নিয়ে তবেই ওটিপি চাইবে, এটাই ধরে নেওয়া যায়। যদি তাদের হাতে ব্যাঙ্কের তথ্য না থাকে তাহলে তারা ব্যাঙ্ক সম্পর্কীয় তথ্যও চাইতে পারে। অনলাইনে স্লট বুক করার জন ব্যাঙ্কের বিবরণ এবং ওটিপি প্রয়োজন বলতে পারে তারা।
প্রতারকরা গ্রামীণ এলাকার বাসিন্দা কিংবা বয়স্ক নাগরিকদের টার্গেট করে, কেননা তারা ইউপিআই কিংবা অ্যাপ কিংবা ইন্টারনেট ব্যাঙ্কির সম্পর্কে ততটা অবহিত নন। ফলে ব্যাঙ্কে টাকা ট্রান্সফারের জন্য বিশ্বাসযোগ্য গল্পও করতে পারে তারা।

নিরাপদে থাকা যাবে কীভাবে

নিরাপদে থাকা যাবে কীভাবে

বয়স্ক নাগরিক থেকে সাধারণ মানুষ, সবারই জেনে রাখা ভাল সরকারি কর্মী কিংবা আধিকারিকরা কখনই ভ্যাকসিনের স্লট বুকিং-এর জন্য বাড়িতে ফোন করবেন না। এছাড়া তা কোনও ফোন কলের মাধ্যমেও হয় না। কোভিড ভ্যাকসিনের স্লট বুক করার এক এবং একমাত্র উপায় হল কোউইন অ্যাপ। কাউকে কোউইন অ্যাপ ব্যবহার করতে গেলে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে কিংবা আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করতে হবে। এছাড়াও যাঁর ভ্যাকসিন চাই, তাঁকে নির্দিষ্ট কোনও টিকা কেন্দ্রে যেতে হবে। আর কোনওভাবেই কোনও ওটিপি কখনও শেয়ার করা যাবে না।

English summary
One may lose money at the time of booking of booster dose of Omicron Covid Vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X