For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইমেজ তৈরি করতেই ১০০% মনোনিবেশ! এক ব্যক্তির ইমেজ জাতীয় দৃষ্টিভঙ্গির বিকল্প নয়,মোদীকে নিশানা রাহুলের

ইমেজ তৈরি করতেই ১০০% মনোনিবেশ! এক ব্যক্তির ইমেজ জাতীয় দৃষ্টিভঙ্গির বিকল্প নয়,মোদীকে নিশানা রাহুলের

  • |
Google Oneindia Bengali News

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এদিন তিনি টুইট করে বলেন, মোদী নিজের ইমেজ তৈরি করতেই ১০০% মনোনিবেশ করেছেন। দেশের বিভিন্ন সংস্থাও এই কাজেই নিয়োজিত রয়েছে। তিনি বলেন, এক ব্যক্তির ইমেজ জাতীয় দৃষ্টিভঙ্গির বিকল্প নয়।

২ মিনিটের ভিডিওয় আক্রমণ রাহুলের

২ মিনিটের ভিডিওয় আক্রমণ রাহুলের

টুইটারে ২ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন রাহুল। সেখানে তিনি গালওয়ান উপত্যকায় ২০ সেনা জওয়ানের মৃত্যুর পর ভারতের সঙ্গে চিনের সম্পর্কে প্রসঙ্গ তুলেছেন। সেখানে তিনি বলেছেন, আপনি(মোদী) যদি তাগের সঙ্গে(চিন) শক্তি নিয়ে কাজ করতেন, তাহলে তাদের সঙ্গে ডিল করতে পারতেন। তিনি বলেন, যদি চিনকে দুর্বল ভাবা হয়, তাহলে সেখানে সমস্যা। রাহুল বলেন, ভারতের একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি হওয়া দরকার এবং এটি নিজের মধ্যে ধারণা হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন দীর্ঘ মেয়াদি ও বড় চিন্তা না করলে বড় সুযোগ হাতছাড়া হবে।

আমরা নিজেদের মধ্যে লড়াই করছি

আমরা নিজেদের মধ্যে লড়াই করছি

রাহুল গান্ধী এদিন বলেন, আমরা নিজেদের মধ্যে লড়াই করছি। এক ভারতীয় অপর ভারতীয়ের সঙ্গে লড়াই করছে। এর থেকেই বোঝা যায় এগিয়ে যাওয়ার জন্য স্পষ্ট কোনও দিক নির্দেশ নেই। তিনি বলেন, তাঁর কাজ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা, সেই কাজই তিনি করছেন।

দায়িত্ব পালন করছেন না প্রধানমন্ত্রী

দায়িত্ব পালন করছেন না প্রধানমন্ত্রী

রাহুল গান্ধী বলেনয় যেখানে গৃষ্টি দেওয়া তাঁর দায়িত্ব সেখানে তা তিনি করছেন না। সেই কারণেই চিন সেখানে রয়েছে।

 আগেও প্রধানমন্ত্রীকে আক্রমণ

আগেও প্রধানমন্ত্রীকে আক্রমণ

আগেও রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার জন্য একটি ভুয়ো শক্তিশালী চিত্র বানিয়েছেন। এটাই ছিল তার সব থেকে বড় শক্তিষ এটাই এখন ভারতের সব থেকে বড় দুর্বলতা।
ভারতের জমি দখল করা প্রসঙ্গে তিনি বলেছিলেন, এটা কেবল সীমান্তের সমস্যা নয়। চিন্তার বিষয় হল, চিন আজ আমাদের জায়গায় বসে আছে। বিষয়টি তারা কৌশলগতভাবে তিন্তা না করে কিছুই করেনি।

মুখোমুখি অস্ট্রেলিয়া ও লালফৌজের রণতরী? চরম উত্তেজনায় ফুটছে দক্ষিণ চিন সাগরের জল! মুখোমুখি অস্ট্রেলিয়া ও লালফৌজের রণতরী? চরম উত্তেজনায় ফুটছে দক্ষিণ চিন সাগরের জল!

English summary
One man's image is not a substitute for a national vision, Rahul Gandhi attacks Modi on China issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X