For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতি ৮৪ হাজার ভারতীয়র জন্য দেশে একটি করে আইসোলেশন বেড! পরিস্থিতি কী ভাবে সামাল দেবে সরকার?

Google Oneindia Bengali News

দেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে রবিবার দেশ জুড়ে জনতা কার্ফুর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে সেই জনতা কার্ফু শুরুর আগেই আরও করোনা আক্রান্তের খোঁজ মিলল দেশে। দেশে এখনও পর্যন্ত ৩৩৩ জনের শরীরে করোন ভাইরাসের চিহ্ন পাওয়া গিয়েছে। এই পরিস্থিতি কোয়ারান্টাইন ও আইসোলেশনের কী ব্যবস্থা রয়েছে দেশে?

স্টেজ-৩-এ কী ভারত ইতিমধ্যেই পা রেখেছে?

স্টেজ-৩-এ কী ভারত ইতিমধ্যেই পা রেখেছে?

দেশে সব থেকে বেশি করোনা সংক্রমণ লক্ষ্য করা গেল শনিবার। আর এর জেরে বিশেষজ্ঞ মহলে উঠছে নানা প্রশ্ন। দেখা দিয়েছে নতুন আতঙ্ক। তবে কি দেশে গোষ্ঠী সংক্রমণ দেখা দিয়েছে? স্টেজ-৩-এ কী ভারত ইতিমধ্যেই পা রেখেছে?

সরকারের প্রকাশিত তথ্য

সরকারের প্রকাশিত তথ্য

করোনা ভাইরাসের সংক্রমণের পরবর্তী স্টেজে যাওয়া থেকে ভারতকে বাঁচাতে প্রয়োজন বিপুল সংখ্যায় কোয়ারান্টাইন ব্যবস্থা। পাশাপাশি চাই আইসোলেশন ওয়ার্ডও। তবে সরকারের প্রকাশিত তথ্যে সেই ব্যবস্থাপনার যে চিত্র উঠে এসেছে তা খুব একটা আশা ব্যঞ্জক নয়।

৮৪ হাজার নাগরিক পিছু একটি করে আইসোলেশন বেড

৮৪ হাজার নাগরিক পিছু একটি করে আইসোলেশন বেড

১৭ মার্চ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানায়, দেশে প্রতি ৮৪ হাজার নাগরিক পিছু একটি করে আইসোলেশন বেড রয়েছে। আর প্রতি ৩৬ হাজার নাগরিক পিছু রয়েছে একটি করে কোয়ারান্টাইন বেড। এছাড়া প্রতি ১১ হাজার ৬০০ ভারতীয়র জন্য রয়েছে একজন করে চিকিৎসক। ও প্রতি ১৮২৬ জন ভারতীয়র জন্য রয়েছে একটি করে সাধারণ বেড।

করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৩-এ

করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৩-এ

এর আগে শুক্রবারে ভারতে ৫০টি করোনা সংক্রমণের কেস সামনে এসেছিল। তবে সেই সংখ্যা ছাপিয়ে বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৩-এ। ইতিমধ্যেই দেশে মৃত্যু হয়েছে পাঁচ জনের। সংক্রমণ ঠেকানোর লক্ষ্য আজ দেশজুড়ে জনতা কার্ফু চলছে। তবে ভারত স্টেজ ৩-এ চলে গিয়ে থাকলে কী সংক্রমণ ঠেকানো সম্ভব হবে?

English summary
One isolation bed per 84000 people, 1 quarantine bed per 36000 amid coronavirus impact in country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X