For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪৮ ঘণ্টায় ১৫ টি এনকাউন্টার, পুলিশের জালে ২৪ জন কুখ্যাত দুষ্কৃতী, যোগীরাজ্যে চাঞ্চল্য

গত ৪৮ ঘণ্টায় গোটা উত্তর প্রদেশে মোটি ১৫ টি পর পর এনকাউন্টার করেছে যোগী প্রশাসনের পুলিশ। ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে ২৪ জন দুষ্কৃতীকে। পুলিশের গুলিতে মারা গিয়েছে ১ জন।

  • |
Google Oneindia Bengali News

গত ৪৮ ঘণ্টায় গোটা উত্তর প্রদেশে মোটি ১৫ টি পর পর এনকাউন্টার করেছে যোগী প্রশাসনের পুলিশ। ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে ২৪ জন দুষ্কৃতীকে। পুলিশের গুলিতে মারা গিয়েছে ১ জন। উত্তর প্রদেশের বিজেপি প্রশাসনের পুলিশের এই তৎপরতায় রীতিমত ত্রাস ছড়িয়েছে দুর্নীতির সঙ্গে জড়িত বহু জনের মধ্যেই।

৪৮ ঘণ্টায় ১৫ টি এনকাউন্টার, পুলিশের জালে ২৪ জন কুখ্যাত দুষ্কৃতী, যোগীরাজ্যে চাঞ্চল্য

উত্তরপ্রদেশের ১০ টি জেলায় পর পর চলেছে এই এনকাউন্টার। গোরক্ষপুর, বুলন্দশহর, শামলি, মিরাট, লখনউ, শাহারণপুর , কানপুর সমেত একাধিক জায়গায় চলেছে এই ধরপাকড়। একযোগে এই বিভিন্ন এলাকার পুলিশ এনকাউন্টারে নামে। বহু জায়গা থেকেই উদ্ধার হয়েছে নগদ টাকা, গয়না, ও বহু চুরি হয়ে যাওয়া গাড়ি।

গ্যাংওয়ারের অশান্তিতে বিদ্ধ উত্তর প্রদেশের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ নেয় বলে জানিয়েছেন যোগীরাজ্যের পুলিশের ডিরেক্টর জেনারেল। এর আগে এই সমস্ত দুষ্কৃতিদের বিরুদ্ধে ১৫ থেকে ৫০ হাজার টাকার পুরস্কারও ঘোষমা করা হয়। কিন্তু কিছুতেই এদের জালে ধরা যাচ্ছিলনা বলেই এই পদক্ষেপ নিতে বাধ্য হয় পুলিশ। এমনই দাবি করেছেন তিনি।

English summary
One gangster killed, 24 criminals arrested in 15 encounters in 48 hours.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X