For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা রায় : মামলা এক, মামলাকারী ছয়, জেনে নিন তাঁদের পরিচয়

মামলা এক, মামলাকারী ছয়, অযোধ্যা রায়ের অপেক্ষায় সবাই

Google Oneindia Bengali News

১৭ নভেম্বর অযোধ্যা মামলার রায় দেওয়ার কথা থাকলেও, সুপ্রিম কোর্ট শনিবারই তড়িঘড়ি করে এই মামলায় রায় শোনাবে বলে সিদ্ধান্ত নেয়। দীর্ঘদিন ধরে চলা রামমন্দির–বাবরি মসজিদ বিতর্কের অবসান ঘটবে এদিনই। এবার দেখে নেওয়া যাক আদালতে এই বিষয়টি নিয়ে কারা কারা মামলা করেছিলেন।

মামলা এক, মামলাকারী ছয়, অযোধ্যা রায়ের অপেক্ষায় সবাই


অযোধ্যা বিতর্কের প্রধান মামলাকারী হলেন রাম লল্লা বিরাজমান। যিনি নিজেকে শিশু ভগবান রাম বলে মনে করেন এবং তাঁকে ভারতীয় আইন অনুসারে একজন আইনবীদ হিসাবে বিবেচনা করা হয়। রাম লল্লার পর বিশ্ব হিন্দু পরিষদের প্রবীণ সদস্য এবং তাঁর বন্ধু ত্রিলোকী নাথ পাণ্ডে প্রতিনিধিত্ব করেন। দ্বিতীয় মামলাকারী হল নির্মোহী আখারা, যেটি সাধু–সন্ন্যাসীদের আখাড়া বলেই পরিচিত। এই আখাড়াই ১৯৫৯ সালে প্রথম দাবি করেছিল যে অযোধ্যার বিতর্কিত জায়গায় কখনই কোনও মসজিদ ছিল না। তৃতীয় মামলাকারী হিসাবে নাম উঠে এসেছে সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের, যারা মুসলিমদের হয়ে প্রথম মামলা করে। চতুর্থ মামলাকারী হলেন মহম্মদ ইকবাল আনসারি, যিনি একজন স্বাধীন মামলাকারি। অযোধ্যা বিতর্কের সবচেয়ে পুরনো মামলাকারী মহম্মদ হাসিম আনসারির পুত্র হলেন ইকবাল। বাবার পর তিনি মামলা চালিয়ে যান। পঞ্চম মামলাকারীর নাম হল এম সিদ্দিকি। যিনি উত্তরপ্রদেশের জামিয়াত–উল উলেমা–ই হিন্দের সাধারণ সম্পাদক। সিয়া সেন্ট্রাল বোর্ড অফ ওয়াকফ হল ষষ্ঠ এবং শেষ মামলাকারী। ১৯৪৬ সালে শুনানি আদালত রায় দিয়েছিল যে বাবরি মসজিদ সুন্নিদের সম্পত্তি।

অযোধ্যা মামলার রায়দান নিয়ে জরুরি বৈঠক ডাকলেন সোনিয়া গান্ধীঅযোধ্যা মামলার রায়দান নিয়ে জরুরি বৈঠক ডাকলেন সোনিয়া গান্ধী

অযোধ্যা মামলার রায় ঘোষণার আগেই রাম মন্দির নিয়ে বিজেপিকে খোঁচা শিবসেনারঅযোধ্যা মামলার রায় ঘোষণার আগেই রাম মন্দির নিয়ে বিজেপিকে খোঁচা শিবসেনার

English summary
Nirmohi Akhara, a religious denomination of sadhu, the Nirmohi Akhara had originally laid claim to the mosque in 1959
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X