For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিয়ের পর মহিলাদের ভোটার কার্ডে ঠিকানা বদলাতে সমস্যা? বাড়িতে বসেই মুসকিল আসান

বিয়ের পর ভোটার কার্ডে ঠিকানা বদলাতে সমস্যা? কয়েকটি ক্লিকেই বাড়িতে বসেই মুসকিল আসান

  • |
Google Oneindia Bengali News

সামনেই পাঁচ রাজ্যের নির্বাচন। ভোট হবে উত্তরপ্রদেশ, গোয়া সহ পাঁচ (Election in Five States 2022) রাজ্যে। বাংলাতে ফেব্রুয়ারিতে শতাধিকেরও বেশি পুরসভায় নির্বাচন রয়েছে। এই অবস্থায় দেশের প্রত্যেক নাগরিকের অধিকারীর মধ্যে পড়ে তাঁর ভোটাধিকার প্রয়োগ। আর ভোটাধিকার প্রয়োগ করতে প্রয়োজন ভোটার আইকার্ড (Voter ID Card)। বলে রাখা প্রয়োজন ভোট দেওয়ার ক্ষেত্রে খুবই প্রয়োজন ভোটার কার্ড (Voter ID Card)।

গুরুত্বপূর্ণ হল ভোটার কার্ড

গুরুত্বপূর্ণ হল ভোটার কার্ড

শধু ভোট দেওয়ার ক্ষেত্রেই নয়, পরিচয় পত্র (Address Proof) হিসাবেও যথেষ্ট গুরুত্বপূর্ণ হল ভোটার কার্ড। এর সঙ্গেই আধার কার্ড, প্যান কার্ডের সঙ্গেই ভোটার কার্ডও পরিচয় পত্র হিসাবে কাজ করে। আগামিদিনে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডও সংযুক্তিকরণ করা হচ্ছে। শুধু তাই নয়, হোটেল বুকিং (Hotel Booking) থেকে হাসপাতাল (Hospital) যে কোনও কাজে আজ ভোটার কার্ড প্রয়োজন হয়ে থাকে।

বেশ কিছু পরিবর্তনের প্রয়োজন হয়ে থাকে

বেশ কিছু পরিবর্তনের প্রয়োজন হয়ে থাকে

তবে অনেক সময়েই ভোটার কার্ড নিয়েও সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। কারণ অনেক সময়ে বেশ কিছু পরিবর্তনের প্রয়োজন হয়ে থাকে। বাড়ির ঠিকানা থেকে বেশ কিছু পরিবর্তনের প্রয়োজন হয়ে থাকে। বিশেষ করে মহিলাদের বিয়ে হয়ে যাওয়ার পর ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তনের প্রয়োজন হয়ে থাকে। আগে তা করতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়তে হত। কিন্তু বর্তমানে অনলাইনের যুগে বাড়িতে বসেই খুব সহজে ঠিকানা বদল করা যাবে। কিন্তু কীভাবে? ভাবছেন তো!

খুব সহজেই এই কাজ করা যাবে-

খুব সহজেই এই কাজ করা যাবে-

(Steps to Change your Address Online)

ভোটার আইডি'তে বদল করতে হলে সবার আগে National Voters Service Portal-এ যেতে হবে। ওয়েবসাইটি হল- www.nvsp.in। এই ওয়েবসাইটে ক্লিক করে
এরপর আপনাকে 'Correction of entries in electoral roll' সেকশনে গিয়ে ক্লিক করতে হবে।
এরপর সেখানে একটি ফর্ম-৮ খুলে যাবে। আর সেখানে ক্লিক করতে হবে।
এরপর সেখান আপনার ভোটার কার্ডটি খুলে যাবে এবং কারেকশনের অপশন খুলে যাবে।
সেখানে রাজ্য, বিধানসভা কিংবা সংসদীয় এলাকার তথ্য সেখানে দিতে হবে।
এরপর সেখানে Electoral Roll Number, জেন্ডার, পরিবারের তথ্য জানাতে হবে। অর্থাৎ মাতা, পিতা কিংবা স্বামীর তথ্য সেখানে দিতে হবে।
এরপর ঠিক যে তথ্যটি কিংবা তথ্যগুলি পরিবর্তন হবে তা ক্লিক করে সিলেক্ট করতে হবে।
এরপর রেজিস্টার মোবাইল নম্বর এবং Email Id দিতে হবে সেখানে।
এরপর submit অপশনে গিয়ে ক্লিক করতে হবে।
সমস্ত তথ্য ভেরিফিকেশনের পর আপনার বাড়িতে চলে আসবে ভোটার আইডি কার্ড।

English summary
one can change voter card after marriage online, know the process
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X