For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধার কার্ডে নতুন নিয়ম, এবার বাড়িতে বসেই পাবেন এই নয়া সুবিধা

আধার কার্ডে নতুন নিয়ম, এবার বাড়িতে বসেই পারবেন এই সুবিধা

  • |
Google Oneindia Bengali News

সাম্প্রতিক কালে আধার কার্ডে কোনও পরিবর্তনের ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছিল স্থানীয় পোস্ট অফিসগুলিকে। যেখানে ব্যাপক লাইনও পড়ছিল। কিন্তু এবার থেকে আধার কার্ডে ঠিকানা পরিবর্তনের দরকার হলে বাড়িতে বসেই তা করতে পারবেন।

আধার কার্ডে বাড়ির ঠিকানা পরিবর্তন

আধার কার্ডে বাড়ির ঠিকানা পরিবর্তন

যে সময়ে আধার কার্ড করেছিলেন, তারপর অনেকেইর ঠিকানার পরিবর্তন হয়েছে। কার্ডেও সেই পরিবর্তন থাকাটা জরুরি। এবার বাড়িতে বসেই সেই পরিবর্তন করতে পারবেনষ। শুধু নিজেরটাই নয়, প্রয়োজনে পরিবারের সবার আধার কার্ডের ঠিকানার যদি পরিবর্তন হয়ে থাকে তা করতে পারবেন। অ্যাড্রেস ভেরিফিকেশন লেটারের মাধ্যমে তা করা যাবে।

 প্রমাণ না থাকলেও ঠিকানার পরিবর্তন

প্রমাণ না থাকলেও ঠিকানার পরিবর্তন

যদি নতুন ঠিকানায় আপনার কোনও প্রমাণ না থাকে, তাহলেও আপনি ঠিকানা পরিবর্তন করতে পারবেন। এই কাজের জন্য আপনাকে UIDAI-এর ওয়েবসাইটে যেতে হবে। অ্যাড্রেস ভেরিফিকেশন লেটারের জন্য আবেদন করতে হবে। যা সম্পূর্ণ হলে গোপন কোড দিয়ে আপনার বাড়িতে একটি চিঠি যাবে। যার মাধ্যমেই সেই পরিবর্তন করা যাবে।

যেভাবে ধাপে ধাপে এগোতে হবে

যেভাবে ধাপে ধাপে এগোতে হবে

এরপর অ্যাড্রেস অপশন-এর ওপর ক্লিক করতে হবে। এরপর ঠিকানা( অ্যাড্রেস) লিখে সাবমিট করতে হবে। এছাড়াও আরও যদি কিছু পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে মডিফাই অপশন-এ যেতে হবে। এরপর ডিক্লারেশন-এ ক্লিক করতে হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ করার পর আপনার ঠিকানা আপডেট হয়ে যাবে।

করোনা ভাইরাসের নয়া টেস্ট আবিষ্কার! ৩০ মিনিটে কী জানা যাবে করোনা ভাইরাসের নয়া টেস্ট আবিষ্কার! ৩০ মিনিটে কী জানা যাবে

English summary
One can change of his Aadhaar Card address sitting at home. For this you have to go to UIDAI website and apply for the address verification letter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X