For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ সীমান্ত নিয়ে তথ্যপাচারে আইএসআই যোগ, গোয়েন্দা অভিযানে মুম্বই থেকে গ্রেফতার এক

  • |
Google Oneindia Bengali News

ক্রমেই চড়ছে চিন-ভারত উত্তেজনার পারদ। তার মধ্যেই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই মদতপুষ্ট গুপ্তচর সংস্থার বিরুদ্ধে লাদাখ সীমান্তে ভারতীয় প্রতিরক্ষার বিষয়ে নাক গলানোর অভিযোগ উঠেছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি এই বিষয়ে বিশদ তথ্য হাতে এসেছে জম্মু-কাশ্মীরের সামরিক গোয়েন্দা সংস্থা এবং মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে। অবাধ ভাবে তথ্য পাচারের অভিযোগে মুম্বই থেকে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে।

লাদাখ সীমান্ত সম্পর্কিত তথ্য পাচারের অভিযোগ পাক গুপ্তচর সংস্থার বিরুদ্ধে


সূত্রের খবর, অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) ব্যবহার করে লাদাখে ভারতের প্রতিরক্ষা সম্পর্কে তথ্য সংগ্রহে চেষ্টা করছিল মুম্বইয়ে আইএসআই-র এই নেটওয়ার্ক। এই ঘটনায় মুম্বই থেকে এখনও পর্যন্ত একজনকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি গোটা প্রক্রিয়ার সঙ্গে আরও কোন কোন ব্যক্তি যুক্ত ছিলেন তার খোঁজ চালাচ্ছেন গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা।

ঘটনাস্থল থেকে মোট তিনটি চালু থাকা সিম বক্স, একটি স্ট্যান্ডবাই সিম বাক্স, ১৯১ টি সিম কার্ড, ল্যাপটপ মডেম, অ্যান্টেনা, ব্যাটারি এবং প্রচুর কানেক্টর উদ্ধার হয়েছে বলে খবর। ভিওআইপি কলের জন্যই সাধারণত এই ধরণের সামগ্রীর ব্যবহার করা হয়। ভিওআইপি-র ক্ষেত্রে সাধারণত ভিন্ন ইন্টারনেট প্রোটোকল বা আইপি অ্যাড্রেসের সাহায্যে ভয়েস এবং মাল্টিমিডিয়া ডেটার আদানপ্রদান করা হয়। তথ্যপাচার ও আদানপ্রদানের ক্ষেত্রে আইএসআই-র এই গুপ্তচরেরা এই প্রযুক্তিরই সাহায্য নিচ্ছিল বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, ভিওআইপি প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তানি গুপ্তচর সংস্থাটি যে ভারতে বসে লাদাখ সম্পর্কে তথ্য আদান-প্রদান করছে এক কথা মে মাসের গোড়াতেই জানাতে পারেন ভারতীয় গোয়েন্দা সংস্থা গুলি। সেই সময় ভারতের এক প্রতিরক্ষা বিবাগের এক আধিকারিকের কাছে একটি সন্দেহজনক নম্বর থেকে কল এসেছিল বলে জানা যায়। সেখানেই লাদাখ সীমান্তে ভারতে প্রতিরক্ষা পরিকল্পনা সম্পর্কেও বিশদে জানতে চাওয়া হয়। তখনই এই ফোন কলের পিছনে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাত থাকে পারে সন্দেহ প্রকাশ করেছিল ভারতীয় গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা।

মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং সামরিক গোয়েন্দাদের যৌথ অভিযানে উদ্ধার হওয়া চিনা সিম বক্স গুলি সম্পর্কে আরও চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে বলে জানা যাচ্ছে। এই চিনা সিম বক্স গুলির ব্যবহারে কারচুপি করে কোনও আন্তর্জাতিক কলকে লোকাল করে পরিণত করে ফোনালাপ চালানো হত। সূত্রের খবর, লাদাখের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে ভারত থেকে তথ্য হাতাতে পাকিস্তান থেকে কল করা হয়েছিল। কিন্তু পুলিশের চোখে ধুলো দিতে এই চিনা সিম বক্সের মাধ্যমে সেই কল গুলি লোকাল কলে পরিণত করা হয়।

English summary
Allegations of information theft about the Ladakh border were leveled against the Pakistani spy agency
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X