For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলাদের কাছে আসা 'আপত্তিকর ফোন কল' নিয়ে চাঞ্চল্যকর তথ্য 'ট্রু কলার'-এর

ভারতের ৩৬ শতাংশ মহিলা সপ্তাহে অন্তত একবার আপত্তিকর ফোন কল বা মেজেস পান। যা নিঃসন্দেহে এদেশের নারী নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন তোলে তেমনই পুরুষদের বিকৃত মানসিকতাকেও নিশানায় রাখছে।

  • |
Google Oneindia Bengali News

ফোন করে হেনস্থা বা অপরিচিত ফোন নম্বর থেকে বার বার ফোন করে বিরক্ত করার মতো ঘটনার শিকার এদেশের মহু মহিলাই হয়ে থাকেন। এবার ফোন করে মহিলাদের হেনস্থা সংক্রান্ত এক তথ্য প্রকাশিত হল ট্রু কলারের সমীক্ষায়। সেখানে বলা হয়েছে, ভারতের ৩৬ শতাংশ মহিলা সপ্তাহে অন্তত একবার আপত্তিকর ফোন কল বা মেজেস পান। যা নিঃসন্দেহে এদেশের নারী নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন তোলে তেমনই পুরুষদের বিকৃত মানসিকতাকেও নিশানায় রাখছে।

মহিলাদের কাছে আসা 'আপত্তিকর ফোন কল' নিয়ে চাঞ্চল্যকর তথ্য 'ট্রু কলার'-এর

মহিলাদের ওপর হেনস্থামূলক ফোন কল ও স্প্যাম কলের প্রভাব সম্পর্কিত একটি সমীক্ষা চালায় ট্রু কলার । যেখানে দেখা গিয়েছে প্রতি ৩ জনের মধ্যে একটি মেয়ে এদেশে আপত্তিকর ফোন কল পেয়ে থাকেন। অন্যদিকে , এদেশের ৭৮ শতাংশ মহিলা হেনস্থামূলক কলের শিকার হন বলেও জানানো হয়েছে সমীক্ষায়। যার মধ্যে যৌন প্রস্তাব থাকে বলে দাবি করা হয়েছে। আর এই পরিসংখ্যান প্রতি সপ্তাহের হিসাবে দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, ৮২ শতাংশ মহিলা এদেশে প্রতি সপ্তাহে যৌনতা মূলক ভিডিও পেয়ে থাকেন কোনও না কোনও নম্বর থেকে। জানা গিয়েছে, এই ধরনের কল বা মেসেজ ৫০ শতাংশ আসে কোনও অজানা ব্যক্তির কাছ থেকে। এই ধরনের ১১ শতাংশ কল আসে হেনস্থাকরী পুরুষদের থেকে। ৩ শতাংশ এই ধরনের ফোন কল আসে কোনও চেনা ব্যক্তির কাছ থেকে। ট্রু কালর কর্তৃপক্ষ বলছে ,এই ধরনের সমস্যা থেকে বাঁচতে 'কল ইট আউট' অপশন বেছে নিতে হবে মহিলাদের। সমীক্ষা. জানা গিয়েছে এই ধরনের ঘটনার জন্য ৬৫ শতাংশ মহিলা বহু নম্বর ব্লক করে রাখেন। যদিও এই পরিসংখ্যান রীতিমত অবাক করে দেয় ভারতের মতো দেশে নারী নিরাপত্তার প্রসঙ্গটি নিয়ে।

English summary
One in 3 Indian Woamn Recives Offensiv calls ,says true caller.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X