For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিয়ের কার্ডে সিএএ সমর্থনের বার্তা, মধ্যপ্রদেশে বিতরণ হল ৩৫০টি কার্ড

বিয়ের কার্ডে সিএএ সমর্থনের বার্তা, মধ্যপ্রদেশে বিতরণ হল ৩৫০টি কার্ড

Google Oneindia Bengali News

একদিকে যেমন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন–প্রতিবাদ হচ্ছে, তেমনি অন্যদিকে এই সিএএ ও এনআরসির সমর্থনে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে অনন্য কিছু নজির। কিছুদিন আগেই সিএএ–এর সমর্থনে গুজরাটের সুরাটে এক বর তাঁর হাতে মেহেন্দি লাগিয়েছিলেন। এবার একই বিষয় দেখা গেল মধ্যপ্রদেশে। এ রাজ্যের শিবপুরি জেলার এক তরুণ তাঁর বিয়ের কার্ডে সরকারের এই বিতর্কিত সিদ্ধান্তে তাঁর সমর্থন রয়েছে বলে প্রকাশ করেছেন।

বিয়ের কার্ডে সিএএ সমর্থনের বার্তা, মধ্যপ্রদেশে বিতরণ হল ৩৫০টি কার্ড


মধ্যপ্রদেশের রঘুবংশী পরিবার, যাঁরা দেহারদা সড়ক গ্রামের বাসিন্দা, এই পরিবারের ছেলের বিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি। তাঁর বিয়ের কার্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে লেখা '‌আমাদের সমর্থন রয়েছে এনআরসি সিএএ–তে’‌। রঘুবংশী পরিবার ইতিমধ্যে ৩৫০টি কার্ড বিলি করে দিয়েছেন। কলা বিভাগে স্নাতকোত্তর করা ২৫ বছরের যুবক এ প্রসঙ্গে বলেন, '‌এই কার্ডটি যেই পাক না কেন তাঁরা সকলেই নতুন আইন নিয়ে কথা বলবেই।

আমি জানি না কেন বেশ কিছুজন এই আইনের বিরোধিতা করছেন, এটি নিপীড়িতদের সুবিধার জন্য।’‌ তিনি এও জানান যে কার্ড পেয়েছেন এমন ৮০ শতাংশের হয়ত কার্ডের এই ধারণাটি পছন্দ হবে না, কিন্তু তাঁদের কাছে বার্তাটা যাবে। তিনি অভিযোগ করেন, কংগ্রেসের ভুল বোঝানোর জন্যই সিএএ–এমআরসি নিয়ে এত বিক্ষোভ হচ্ছে, সংখ্যালঘুরাও এই ভুল তথ্যের প্রচারের শিকার হচ্ছেন। ওই যুবক দাবি করেছেন যে তাঁর বিয়ের কার্ডের মধ্য দিয়ে শান্তির বার্তা বহন করা হয়েছে এবং এমন অনেকেই রয়েছেন যাঁরা এই ইস্যুটিকে সমর্থন করছেন তাঁরা সকলেই তাঁকে ধন্যবাদ জানাবেন।

বিয়ের কার্ডে রাজনৈতিক সংযোজন প্রসঙ্গে বর জানান তিনি একজন বিজেপি কর্মী কিন্তু সমাজ সেবীও বটে। ওই যুবকরা তিন ভাই, তাঁদের পরিবারের কৃষি জমি রয়েছে। তিনি শিবপুরিতে পড়াশোনা করেন এবং তাঁর গ্রামে তিনি কৃষিকাজও করেন। ওই যুবক জানিয়েছেন, বিয়েতে কত অতিথি আসবেন তা নিয়ে তিনি মোটেও চিন্তিত নন, কিন্তু তাঁর বার্তা মানুষের কাছে পৌঁছেছে এটাই লক্ষ্য ছিল তাঁর। তাঁর বিয়েতে প্রধানমন্ত্রী যাতে আসে তার জন্য মঙ্গলবারই তিনি ক্যুরিয়র করে বিয়ের কার্ড মোদীর কাছে পৌঁছে দিয়েছেন।

সিএএ, এনপিআরের সমর্থনের রজনীকান্ত, কী বললেন থ্যালাইভাসিএএ, এনপিআরের সমর্থনের রজনীকান্ত, কী বললেন থ্যালাইভা

English summary
MP Raghuvanshi, a resident of Deharda Sadak village, about 30 kms from the district headquarters, is set to tie the knot on February 16.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X