For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভা ভোটের আগে কাশীর দলীয় কর্মীদের সাথে কথা বললেন প্রধানমন্ত্রী, দিলেন পাশে থাকার আশ্বাস

প্রধানমন্ত্রী কাশীর দলীয় কর্মীদের পাশে থাকার আশ্বাস দিলেন

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় কর্মীর সাথে করোনার তৃতীয় ঢেউ কিভাবে আটকানো যায় তা নিয়ে আলোচোনা করেছন। সেই সঙ্গে কাশীর সমস্ত কার্যকলাপের বিষয়ে তিনি খোঁজ নিয়েছেন।

দলীয় কর্মীদের সঙ্গে কথা বললেন মোদী

দলীয় কর্মীদের সঙ্গে কথা বললেন মোদী

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগদান করেছিলেন ১০ হাজার কর্মী। তাঁর মধ্যে ছিল UP এর মন্ত্রী, অন্যান্য জনপ্রতিনিধিরা, জাতীয় থেকে স্থানীয় দল গুলির প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বারাণসীর ৮ টি বিধানসভা এলাকা, তাঁর থেকে শুধুমাত্র বুথ ইউনিটের সভাপতিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আশুতোষ শর্মা জানান

আশুতোষ শর্মা জানান

উত্তর বিধানসভা বিভাগের অধীনে রয়েছে বাগেশ্বরী বিভাগ ইউনিট। যেখানে দায়িত্বে আছেন আশুতোষ শর্মা। তিনি মোদীকে জানান, ভোটের পারদ ক্রমশ চড়ছে। শহরজুড়ে মানুষ এখন আবহাওয়া ও বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। বর্তমানে রাস্তাগুলিতে যানজট কমছে।

শ্রাবণ কুমার রাওয়াত বলেন

শ্রাবণ কুমার রাওয়াত বলেন

নরেন্দ্র মোদী কাশীর জনগণকে ট্র্যাফিক মেনে পার্কিং জোন ব্যবহার করতে বলেছেন। সিটি সাউথ বিধানসভা এলাকার থেকে শ্রাবণ কুমার রাওয়াত প্রধানমন্ত্রীকে জানান, কাশী বিশ্বনাথ মন্দির নির্মাণের পর থেকে অনেক পরিবর্তন ঘটছে। তাঁর উত্তরে প্রধানমন্ত্রী জানান, ভগবান বিশ্বনাথের আশীর্বাদে KVD সম্ভব হয়েছে

সিমা কুমারী প্রধানমন্ত্রীকে জানান

সিমা কুমারী প্রধানমন্ত্রীকে জানান

বারাণসী ক্যান্ট বিধানসভা এলাকার সিমা কুমারী বলেন, অনেক মহিলাই এখন স্বনির্ভর গোষ্ঠীতে যোগদান করেছেন। তাঁদের ডিজিটাল অর্থ লেনদেনের জন্য উৎসাহিত করা হচ্ছে।

রোহানিয়া বিধানসভা থেকে কী জানা গেল

রোহানিয়া বিধানসভা থেকে কী জানা গেল

রোহানিয়া বিধানসভা থেকে কর্দমেশ্বর বিভাগের মনোজ কুমার প্যাটেল জানান, কাশীতে কৃষকদের জন্য চালু করা প্রকল্পগুলি থেকে চাষিরা খুব উপকার পাচ্ছেন।

নারায়ণ প্রজাপতি কী জানান

নারায়ণ প্রজাপতি কী জানান

সেবাপুরী বিধানসভা এলাকা থেকে নারায়ণ প্রজাপতি জানান,শহরের স্বাস্থ্য পরিষেবার যথেষ্ট উন্নতি হয়েছে। ক্যান্সার হাসপাতাল ও হাসপাতালের উন্নতির জন্য সে সব সুবিধা প্রদান করা হয়েছে, তা যেন শহরটিকে একটি অন্য রূপ দিয়েছেন।

অখিলেশ দুবে কী জানালেন

অখিলেশ দুবে কী জানালেন

পিন্দ্রা বিধানসভা এলাকা থেকে অখিলেশ দুবে বলেন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তিনি জানান, ২০১৭ সালের পরে বিদ্যুতের খুব উন্নতি হয়েছে। এলাকায় চালু করা হয়েছে দুগ্ধ প্রকল্প, যার দ্বারা খুবই উন্নতি হচ্ছে দুগ্ধ চাষীদের।

 মিঠুন কুমার মোদীকে বলেন

মিঠুন কুমার মোদীকে বলেন

শিবপুর বিধানসভা এলাকা থেকে মিঠুন কুমার প্রধানমন্ত্রীর বিশেষ প্রশংসা করে বলেন, গ্রামীণ অঞ্চলে ক্রীড়া অনুষ্ঠানে আয়োজনের এলাকাবাসী বিশেষ খুশী। যাতে গ্রামের প্রতিভাবান ক্রীড়াবিদরা যাতে তাঁদের উপযুক্ত প্ল্যাটফর্ম পান। তা দেখার জন্য নরেন্দ্র মোদী খেলার দিকে সমানভাবে নজর দিতে বলেছেন।

 শিবজাতন প্রধানমন্ত্রীকে জানান

শিবজাতন প্রধানমন্ত্রীকে জানান

আজগরা বিধানসভা থেকে শিবজাতন বলেন, ১৫+ শিশুদের টিকা দেওয়ার বিষয়ে তিনি প্রধানমন্ত্রী জানান। বারাণসীতে করোনা টিকা ১০০% করতে দলীয় কর্মীদের জেলার প্রতিটি বাড়িতে গিয়ে খবর নিতে বলা হয়েছে।

English summary
on tuesday prime minister narendra modi spoke to party workers in kashi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X