কুসংষ্কারগ্রস্ত স্ত্রী শুধু লাড্ডু খেতে দিচ্ছে, আর কিছু নয়, স্বামী দায়ের করলেন বিবাহ বিচ্ছেদের মামলা
স্ত্রীর বিরুদ্ধে ক্ষেপে গিয়ে বিবাহ বিচ্ছেদের মামলা করলেন এক ব্যক্তি। তবে যে কারণে তিনি মামলা করেছেন এবং বিচ্ছেদ চেয়েছেন তা বড় অদ্ভুত। ব্যক্তির দাবি, স্ত্রী তাঁকে খাবারে শুধু লাড্ডু খেতে দিচ্ছেন। এবং দিনের পর দিন ধরে এটাই চলছে। আর সারাদিনে তাঁকে কিছু খেতে দেন না স্ত্রী। এই কারণেই নিরুপায় হয়ে তিনি স্ত্রীর কাছ থেকে অব্যাহতি চেয়েছেন।

এই ঘটনায় পারিবারিক আদালতে সাড়া পড়ে গিয়েছে। উত্তরপ্রদেশের মেরঠের বাসিন্দা এই দম্পতির দশ বছর আগে বিয়ে হয়। তিন সন্তান রয়েছে। স্বামীর অভিযোগ, তান্ত্রিকের পাল্লায় পড়ে তার উস্কানিতে স্ত্রী তাঁকে শুধু লাড্ডু খেতে দিচ্ছেন। সকালে চারটি লাড্ডু এবং সন্ধ্যেবেলা চারটি লাড্ডু। আর সারাদিনে কিচ্ছুটি মুখে তুলতে দিচ্ছেন না। অন্য কোনও খাবারের একটি দানাও তিনি মুখে তুলতে পারছেন না।
আর এর কারণ হিসেবে ওই তান্ত্রিককেই দায়ী করেছেন স্বামী। কিন্তু কেন এরকম করছেন স্ত্রী? স্বামীর অভিযোগ, তিনি বেশ কিছু মাস অসুস্থ ছিলেন। আর অসুস্থ স্বামীকে সারিয়ে তুলতেই তান্ত্রিকের দ্বারস্থ হন স্ত্রী। সেই তান্ত্রিক বিধান দেন, একমাত্র লাড্ডু খাওয়ালেই স্বামী সুস্থ হয়ে উঠবেন।
সেটা শোনার পর থেকেই স্বামীকে শুধু লাড্ডু দিয়ে চলেছেন স্ত্রী। দিনের পর দিন লাড্ডু খেতে খেতে অভক্তি এসে গিয়েছে। তাও স্ত্রী শুনছেন না। অগত্যা বিবাহ-বিচ্ছেদের মামলা দায়ের করতে হয়েছে স্বামীকে।
পারিবারিক আদালতের কাউন্সিলররা এ ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন। স্বামী বা স্ত্রীকে কী বলে তাঁরা মিটমাট করানোর চেষ্টা করবেন তা ভেবে পাচ্ছেন না। এক কাউন্সিলর জানিয়েছেন, স্ত্রী অসুস্থ হলে তাঁকে কোনওভাবে কাউন্সেলিং করে মন পরিবর্তন করা যেতে পারে। তবে যিনি কুসংস্কারাচ্ছন্ন তাঁর মন কীভাবে বদলানো যায় সেই ধারণা তাঁদের নেই।