For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয় ধাপের প্রথম দিনে ১.‌৪৬ লক্ষ মানুষের টিকাকরণ, কোউইনে নাম নথিভুক্ত ২৫ লক্ষের

Google Oneindia Bengali News

করোনা ভ্যাকসিনের টিকাকরণ পদ্ধতির দ্বিতীয় পর্যায়ের কর্মসূচী শুরু হয়ে গিয়েছে সোমবার থেকে। দ্বিতীয় পর্যায়ে অগ্রাধিকার দেওয়া হবে ষাটোর্ধ্ব বয়সী ও ৪৫ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স এবং একাধিক রোগে আক্রান্ত তাঁদের। ইতিমধ্যেই প্রথমদিনেই কোউইন পোর্টালে নাম নথিভুক্ত করে ফেলেছেন ২৫ লক্ষ যোগ্য সুবিধাভোগীরা। সোমবার সন্ধ্যার পর জানা গিয়েছে যে একদিনে ২টি অগ্রাধিকার গ্রুপের ১.‌৪৬ লক্ষ মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়ে গিয়েছেন।

প্রধানমন্ত্রীর ভ্যাকসিন গ্রহণ

প্রধানমন্ত্রীর ভ্যাকসিন গ্রহণ

এই প্রথমবার সাধারণ জনসংখ্যার মধ্যে টিকাকরণ প্রক্রিয়া শুরু করে দেওয়া হল। প্রথম পর্যায়ে কোভিশিল্ড ও কোভ্যাকসিনের ১.‌৪৩ কোটি ডোজ দেওয়া হয়েছিল স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের মধ্যে। সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেন, তাঁকে দিল্লির এইমসে ভারত বায়োটেকের কোভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়। টুইটে প্রধানমন্ত্রী বলেন, '‌এইমসে কোভিড-১৯-এর প্রথম ডোজ গ্রহণ করলাম। বিশ্বব্যাপী কোভিড-১৯-এর লড়াইকে শক্তিশালী করার জন্য কীভাবে আমাদের চিকিৎসক ও বিজ্ঞানীরা দ্রুত সময়ে কাজ করেছেন তা উল্লেখযোগ্য। যাঁরা এই ভ্যাকসিন নেওয়ার যোগয় তাঁদের সকলকে আমি তা নেওয়ার জন্য আর্জি জানাবো। আসুন ভারতকে কোভিড-১৯ মুক্ত দেশ গড়ে তুলি একসঙ্গে।'‌

২৫ লক্ষ সুবিধাভোগীর নাম নথিভুক্ত

২৫ লক্ষ সুবিধাভোগীর নাম নথিভুক্ত

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে প্রথম দিন কোউইন পোর্টালে ২৫ লক্ষ সুবিধাভোগী তাঁদের নাম নথিভুক্ত করেছেন, যার মধ্যে সাধারণ জনসংখ্যার মধ্যে অগ্রাধিকার পাওয়া দু'‌টি দলের লোকসংখ্যা ২৪.‌৫ লক্ষ এবং বাকিরা স্বাস্থ্যকর্মী ও সামনের সারির কর্মীরা। মন্ত্রকের পক্ষ থেকে এও বলা হয়েছে, '‌নথিভুক্ত হওয়া তালিকার মধ্যে থেকে ৬.‌৪৪ লক্ষ অ্যাপয়েন্টমেন্ট সোমবার বুক হয়েছে।'‌ মন্ত্রক এও জানিয়েছে যে সোমবার ষাটোর্ধ্ব সুবিধাভোগী ১.‌২৮ লক্ষ জন এবং ৪৫ বছরের ওপর যাঁদের বয়স সেরকম ১৮,৮৫০ জন সুবিধাভোগী তাঁদের ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়ে গিয়েছেন। সুবিধাভোগীরা স্ব-নথিভুক্ত করতে পারবেন কোউইন ওয়েবসাইট ও আরোগ্য সেতু অ্যাপে। বিভিন্ন টিকাকরণ কেন্দ্র সুবিধাভোগীদের স্পটে এসে নাম নথিভুক্ত করার প্রস্তাব দিয়েছে।

প্রথম দিনের ভ্যাকসিন ডোজ

প্রথম দিনের ভ্যাকসিন ডোজ

সোমবার সন্ধা ৭টা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ৪,২৭,০৭২ ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে ৩,২৫,৪৮৫ জন সুবিধাভোগীদের প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ১,০১,৫৮৭ জন স্বাস্থ্যকর্মীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন যে সাধারণ মানুষের মধ্যে ভ্যকসিন নিয়ে সংশয় দূর করতে প্রধানমন্ত্রী নিজে প্রথম দিন ভ্যাকসিনের শট গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি ভাইস-প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিমন্ত্রী (‌পিএমও)‌ জিতেন্দ্র সিং এবং কর্মাস ও ইন্ডাস্ট্রির প্রতিমন্ত্রী সোম প্রকাশও ভ্যাকসিনের প্রথম ডোজ নেন সোমবার। অন্যদিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েকও সোমবার করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেন।

সিরামের আবেদন

সিরামের আবেদন

সোমবার পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সিইও আদর পুনাওয়ালা টুইটে বলেন, '‌খুব ভালো লাগছে এটা দেখে যে নরেন্দ্র মোদী জি সামনে এগিয়ে এসে নেতৃত্ব দিচ্ছেন এবং টিকা নিয়েছেন। দেশের স্বার্থে আমি সাধারণের কাছে আর্জি জানাবো যে খুব তাড়াতাড়ি করোনার টিকা নিয়ে নিন আপনারা, সেটা সিরামের ভ্যাকসিন হোক বা ভারতে তৈরি যে কোনও ভ্যাকসিন ডোজ হোক।'‌

English summary
On the first day of the second phase of coronavirus vaccination, 1.46 lakh beneficiaries of the two priority groups received the first dose
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X