For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনের দিন সন্ধ্যাতেই বুথ ফেরত সমীক্ষার ফলাফল ঘোষণা : নির্বাচন কমিশন

নির্বাচনের দিন সন্ধ্যাতেই বুথ ফেরত সমীক্ষার ফলাফল ঘোষণা : নির্বাচন কমিশন

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে ও হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচন চলাকালীন ইতিমধ্যেই সমস্ত রকম বুথ ফেরত সমীক্ষাকে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। একটি নির্দেশিকা জারি করে কমিশন ইতিমধ্যেই জানিয়েছে নির্বাচনের দিন সকাল ৭টা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত সমস্ত রকম বুথ ফেরত সমীক্ষা বন্ধ থাকবে।

নির্বাচনের দিন সন্ধ্যাতেই বুথ ফেরত সমীক্ষার ফলাফল ঘোষণা : নির্বাচন কমিশন


অন্যদিকে আগামী ২১শে অক্টোবর মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের পাশাপাশি ১৭টি রাজ্যের ৫১টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন রয়েছে। নির্বাচন কমিশন এর আগে বুথ-ফেরত সমীক্ষা পুরোপুরি বন্ধের কথা বললেও নয়া নির্দেশিকার মাধ্যমে নির্বাচনের দিন সন্ধ্যে সাড়ে ছয়টার পর সমীক্ষার ফল ঘোষণা করা যেতে পারে বলে জানায় ।

এর আগে ১৯৫১ সালের জনপ্রতিনিধি আইনের ১২৬-ক ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের উল্লেখিত সময়সীমার মধ্যে কোনও রকম ভোট পরবর্তী সমীক্ষা চালানো বা তা প্রকাশ করা যাবে না বলে একটি বিশদ বিবৃতিতে স্পট ভাবে উল্লেখ করেছিল নির্বাচন কমিশন।

গত মঙ্গলবার নির্বাচন কমিশনের মুখপাত্র শেফালি সরণ স্পটতই জানান 'কোনও বৈদ্যুতিন সংবাদ মাধ্যমেই নির্বাচন সংক্রান্ত কোনও তথ্য, জনমত সমীক্ষা বা অন্য কোনও রকম নির্বাচন সম্পর্কিত সমীক্ষা প্রচার করা বা দেখানো যাবে না । নির্বাচনের দিন থেকে আগামী ৪৮ ঘন্টা ঐ সমস্ত নির্বাচনী ও উপনির্বাচনী ক্ষেত্রে জারি থাকবে এই নিষেধাজ্ঞা।’ নির্বাচন কমিশনের এই টালবাহানায় কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের।

English summary
on the evening of the election day the results of the exit poll can be announced election commission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X