For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন চমক প্রজাতন্ত্র দিবসে, অতীত থেকে বর্তমান যুগের পোশাকে সাজবেন ভারতীয় সেনারা

অতীত থেকে বর্তমান যুগের পোশাকে সাজবেন ভারতীয় সেনারা

Google Oneindia Bengali News

‌এ বছর ৭৩তম প্রজাতন্ত্র দিবসের দিন অন্যরকম কিছু হতে চলেছে। জানা গিয়েছে, এ বছর ২৬ জানুয়ারি প্যারেডে ভারতীয় সেনাদের ১৯৫০ সাল থেকে শুরু করে বর্তমান সময়ের ইউনিফর্ম পরে প্যারেডে অংশ নিতে দেখা যাবে। জানা গিয়েছে যে, প্যারেডে ১৯৫০, ১৯৬০, ১৯৭০ সালের প্রথম ইউনিফর্ম থেকে শুরু করে বর্তমান সময়ে জলপাই–সবুজ রঙের ইউনিফর্ম সহ এই বছর সেনা দিবসের কুচকাওয়াজে নতুন যুদ্ধ ইউনিফর্ম প্রকাশ্যে আনা হবে।

কোন কোন সেনা কি ধরনের উইনিফর্ম পরবে

কোন কোন সেনা কি ধরনের উইনিফর্ম পরবে

সেই যুগের বিভিন্ন অস্ত্রসহ এই ভিন্ন ভিন্ন ইউনিফর্ম পরা সেনাবাহিনীর ছ'‌টি মার্চিং কন্টিনজেন্টে থাকবে। রাজপুত রেজিমেন্টের বাহিনীকে দেখা যাবে ১৯৫০ সালের ইউনিফর্ম পরে মার্চ করতে এবং সঙ্গে থাকবে ৩০৩ রাইফেল। এরপর অসম রেজিমেন্টের বাহিনীকে ১৯৬০ সালের ইউনিফর্মে দেখা যাবে। এঁদেরও সঙ্গে থাকবে ৩০৩ রাইফেল। জম্মু-কাশ্মীরের লাইট ইনফ্যানট্রাই (‌জেএকেএলআই)‌ বাহিনী পরবে ১৯৭০ সালের ইউনিফর্ম, এঁদের হাতে থাকবে ৭.‌৬২ এমএম রাইফেল। সিখ লাইট ইনফ্যানট্রাই (‌এসআইকেএইচএলআই)‌ ও আর্মি অর্ডানেন্স বর্তমান সময়ের জলপাই সবুজ রঙের ইউনিফর্ম পরবেন এবং সঙ্গে থাকবে ইনসাস রাইফেল। অন্যদিকে, আর্মি ডে প্যারেড ২০২২ সালে উন্মোচিত নতুন যুদ্ধের ইউনিফর্মটি প্যারাসুট রেজিমেন্টের সেন্যরা পরিধান করবে যাঁরা ট্যাভর রাইফেল বহন করবে।

১৬টি মার্চিং কন্টিনজেন্ট

১৬টি মার্চিং কন্টিনজেন্ট

মোট ১৬টি মার্চিং কন্টিনজেন্টে থাকবে। ৬'‌টি সেনাবাহিনী থেকে, একটি করে নৌসেনা ও বায়ুসেনা থেকে, চারটে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী থেকে, একটি দিল্লি পুলিশ থেকে, ২টি ন্যাশনাল ক্যাডেট কর্পস ও একটি এনএসএস থেকে থাকবে বলে জানিয়েছেন দিল্লি এলাকার চিফ অফ স্টাফ মেজর জেনারেল অলোক কাচকর।

‘‌বিটিং দ্য রিট্রিট’‌ অনুষ্ঠানে বাদ অ্যাবাইড উইথ মি

‘‌বিটিং দ্য রিট্রিট’‌ অনুষ্ঠানে বাদ অ্যাবাইড উইথ মি

মহাত্মা গান্ধীর পছন্দের 'অ্যাবাইড উইথ মি'-এর সুর এবার শোনা যাবে না '‌বিটিং দ্য রিট্রিট'‌ অনুষ্ঠানে। উল্লেখ্য, ২৯ জানুয়ারি গান্ধীজির মৃত্যুবার্ষিকীর দিনের আগে, '‌বিটিং দ্য রিট্রিট'‌ অনুষ্ঠানের পর '‌অ্যাবাইড উইথ মি'‌ স্তবের সুর শোনা যেত এতকাল। তবে ২০২২ সালে তা শোনা যাবে না। বিটিং রিট্রিট অনুষ্ঠান থেকে অ্যাবাইড উইথ মি গানটি বাদ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, '‌আমাদের অনুষ্ঠানের আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছে, গান নির্বাচনের বিষয়ে মন্তব্য করতে পারি না।' প্রসঙ্গত, এর আগে ২০২০ সালে এই সুরধ্বনি বাদ দেওয়া নিয়ে বিস্তর রাজনৈতিক তর্ক-বিতর্ক চড়েছিল। এরপর ২০২২ সালে ফের একবার এই ঘটনা।

 অতীত থেকে আধুনিক যুগের সফরকে তুলে ধরা হবে

অতীত থেকে আধুনিক যুগের সফরকে তুলে ধরা হবে

রাজপথে প্রজাতন্ত্র দিবসের দিন বন্দুক প্রক্রিয়ার অতীতকাল থেকে বর্তমান যুগের ব্যবহার পরদর্শিত হবে। প্যারেডে যেমন ১৯৬৫ ও ১৯৭১ সালে ব্যবহৃত পিটি ৭৬ ও সেঞ্চুরিয়ান থাকবে, তেমনি দেখা যাবে অর্জুন ট্যাঙ্ক থেকে শুরু করে ধনুশ গান সিস্টেমের মতো আধুনিক অস্ত্রসস্ত্রও। প্যারেডের ২৫ কিমি পরিসরে অংশ নিতে দেখা যাবে অতীতের এইচটি ১৬-এর মতো ইলেকট্রনিক অস্ত্র থেকে শুরু করে বর্তমান যুগের তরঙ্গ শক্তি ও আকাশ মিসাইল সিস্টেমকে।

৭৫টি যুদ্ধবিমানের ফ্লাইপাস্ট

৭৫টি যুদ্ধবিমানের ফ্লাইপাস্ট

আসন্ন ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2022) প্যারেডে, স্বাধীনতার ৭৫তম বছরের স্মরণে, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌসেনা এবং ভারতীয় বায়ুসেনার মোট ৭৫ টি এয়ার অ্যাসেট অংশ নেবে। তবে বিশেষভাবে উল্লেখ্য, এই ফ্লাইপাস্টে দেখা যাবে না স্বদেশে তৈরি ফাইটার জেট, লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস এবং ফ্রান্সে তৈরি মিরাজ ফাইটার জেট। জানা গিয়েছে ৭৫টি এয়ার অ্যাসেটের মধ্যে, ভারতীয় বায়ুসেনার বিভিন্ন যুদ্ধবিমান ছাড়াও, তিন বাহিনীর বিভিন্ন হেলিকপ্টার এবং ভিনটেজ এয়ারক্রাফ্ট অর্থাৎ অতীত দিনের আইকনিক বিমান ও হেলিকপ্টারগুলি দিল্লির রাজপথের উপরে তাদের কলাকৌশল দেখাবে। তেজস ও মিরাজ না থাকলেও, ভারতের সর্বশেষ অধিগৃহিত যুদ্ধবিমান, রাফালে ফাইটার জেট মোট তিনটি ফর্মেশনে ফ্লাইপাস্টে অংশ নেবে।

 বিটিং দ্য রিট্রিটের জন্য নতুন বৈশিষ্ট্য

বিটিং দ্য রিট্রিটের জন্য নতুন বৈশিষ্ট্য

ভারতের স্বাধীনতার ৭৫ বছরের থিমে প্রথম হাজারটি ড্রোন প্রদর্শন ২৯ জানুয়ারি বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানের সময় ও প্রজাতন্ত্র দিবস উদযাপনের অংশ হবে। এগুলি আইআইটি দিল্লির একটি স্টার্টআপ বোটলানব ডায়নামিক্স দ্বারা দেশীয়ভাবে তৈরি ড্রোন।

English summary
Indian troops will wear uniforms of different eras in the Republic Day parade,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X