For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফায়েল ইস্যুতে সোচ্চার কংগ্রেস, আজ ঘেরাও কর্মসূচিতে নামছে দল

রাফায়েল ইস্যুতে ফের একবার সোচ্চার কংগ্রেস। এই ইস্যুতে আজ ত্রিপুরার রাজভবন ঘেরাও কর্মসূচি নিয়েছে ত্রিপুরার প্রদেশ কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

রাফায়েল ইস্যুতে ফের একবার সোচ্চার কংগ্রেস। এই ইস্যুতে আজ ত্রিপুরার রাজভবন ঘেরাও কর্মসূচি নিয়েছে ত্রিপুরার প্রদেশ কংগ্রেস। এদিনের কর্মসূচিতে দলের জাতীয় স্তরের কয়েকজন নেতার উপস্থিত থাকবার কথা রয়েছে।

রাফায়েল ইস্যুতে সোচ্চার কংগ্রেস, আজ ঘেরাও কর্মসূচিতে নামছে দল


রাফায়েল ইস্যুতে মোদী সরকার কোটি কোটি টাকার তছরুপ করেছে, এমন অভিযোগ নিয়েই মূলত এদিনের বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে। এর আগে, কংগ্রেসের ভবনে কংগ্রেসের মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক রাফায়েল-স্ক্যাম নিয়ে মোদী সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, রাফায়েল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ তছরুপের ঘটনা । হরেকৃষ্ণ ভৌমিকের দাবি, যখন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জানতে চাইলেন, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামানর কাছে বিমানের দাম সম্পর্কে, প্রতিরক্ষা মন্ত্রী বলেন, নিরাপত্তা বিষয়ক বিষয়ে বিমানের খরচগুলি বলা যাবে না। এদিন এই কংগ্রেস নেতা বলেন, ২০০৮ এর চুক্তিতে এটি লেখা হয়েছিল যে লোকসভায় কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া যাবে না, যখন ২০০৮ সালে কংগ্রেস সরকার নিজেই ক্ষমতায় ছিল, মোদী সরকারের দুর্নিতি ধামাচাপা দিতে বিজেপি সরকারের এই কৌশল বলে দাবি করেন তিনি।

[আরও পড়ুন: পুরুলিয়ায় বড় ধাক্কা ! তৃণমূলের চালে ধরাশায়ী বিজেপি][আরও পড়ুন: পুরুলিয়ায় বড় ধাক্কা ! তৃণমূলের চালে ধরাশায়ী বিজেপি]

ত্রিপুরার এই দুঁদে কংগ্রেস নেতা , সাংবাদিকদের সামনে দাবি করেন, রাফায়েল যুদ্ধ বিমান ক্রয়ে ভারতের ৪১ হাজার ২০৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। কারণ, ইউপিএ আমলে প্রতি যুদ্ধ বিমান ৫২৬ কোটি ১০ লক্ষ টাকার বিনিময়ে ক্রয়ের সিদ্ধান্ত হয়েছিল। ইউপিএ সরকার ফ্রান্স থেকে ১২৬টি যুদ্ধ বিমান ক্রয় করবে বলে স্থির করেছিল। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাত্র ৩৬টি রাফায়েল যুদ্ধ বিমান ৬০ হাজার ১৪৫ কোটি টাকার বিনিময়ে ক্রয়ে ফ্রান্স সরকারের সাথে চুক্তি করেছেন।

[আরও পড়ুন:রাজ্যে ফের গ্রেফতার জামাত জঙ্গি! এসটিএফ-এর জালে বুদ্ধগয়া বিস্ফোরণে জড়িত][আরও পড়ুন:রাজ্যে ফের গ্রেফতার জামাত জঙ্গি! এসটিএফ-এর জালে বুদ্ধগয়া বিস্ফোরণে জড়িত]

[আরও পড়ুন:খোঁজ মিলল পৃথিবীর মতো আরও দ্বিগুণ আয়তনের গ্রহের, মিলবে কি প্রাণের সন্ধান ][আরও পড়ুন:খোঁজ মিলল পৃথিবীর মতো আরও দ্বিগুণ আয়তনের গ্রহের, মিলবে কি প্রাণের সন্ধান ]

English summary
Tripura Pradesh Congress will organize a protest march in Agartala on September 20 next to lodge their protest with Governor Kaptan Singh Solanki against the multi crore Rafale deal scam in presence of some national leaders of the party.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X