For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবী বিতর্কে নূপুর শর্মাকে সমর্থন ডাচ আইন প্রণেতার! কী বলেছেন তিনি

পয়গম্বর হজরত মহম্মদকে (Prophet Mohammad) নিয়ে নূপুর শর্মার (Nupur Sharma) করা মন্তব্যকে নিয়ে বিতর্কের মধ্যে প্রাক্তন বিজেপি (BJP) নেত্রীকে সমর্থন জানাতে এগিয়ে এলেন ডাচ আইনপ্রণেতা গির্ট ওয়াইল্ডার্স। পাশাপাশি তিনি আরব

  • |
Google Oneindia Bengali News

পয়গম্বর হজরত মহম্মদকে (Prophet Mohammad) নিয়ে নূপুর শর্মার (Nupur Sharma) করা মন্তব্যকে নিয়ে বিতর্কের মধ্যে প্রাক্তন বিজেপি (BJP) নেত্রীকে সমর্থন জানাতে এগিয়ে এলেন ডাচ আইনপ্রণেতা গির্ট ওয়াইল্ডার্স। পাশাপাশি তিনি আরব ও ইসলামিক দেশগুলিরও কড়া নিন্দা করেছেন।

নবী সম্পর্কে সত্যি কথা

পার্টি ফর ফ্রিডমের চেয়ারম্যান এবং নেদারল্যান্ডসের সংসদ সদস্য গির্ট ওয়াইল্ডার্স টুইট বার্তায় বলেছেন, নূপুর শর্মা নবী সম্পর্কে সত্যি কথা বলেছেন। তিনি কটাক্ষ করে বলেছেন, এটা হাস্যকর যে আরব এবং ইসলামিক দেশগুলি ভারতীয় রাজনীতিবিদ নূপুর শর্মা নবী মহম্মদ নিয়ে সত্যি কথা বলায় ক্ষুব্ধ। তিনি বলেছেন নবী আয়েশাকে ছয় বছর বয়সে বিয়ে করেছিলেন। কেন ভারত ক্ষমা চাইবে, সেই প্রশ্ন করেছেন তিনি।

ইসলামিক দেশগুলিকে নিশানা

গির্ট ওয়াইল্ডার্স অপর একটি টুইটে বলেছেন, ইসলামিক দেশগুলিতে কোনও গণতন্ত্র নেই। তারা সংখ্যালঘুদের নিপীড়ন করে এবং মানবাধিকারকেও অসম্মান করে। সেখানে গণতন্ত্র নেই এবং আইনের শাসনও নেই। তিনি আরও বলেছেন নবী মহম্মদের আদর্শ আপত্তিকর এবং অপমানজনক।

নূপুর শর্মার পাশে দাঁড়ানো পরামর্শ

আগের কতা একটি টুইটে গির্ট ওয়াইল্ডার্স ভারতীয়দের নূপুর শর্মার পাশে দাঁড়ানো এবং ইসলামিক দেশগুলিকে ভয় না পাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, তুষ্টি কখনই কাজ করে না। যা জিনিসগুলিকে আরও খারা পরে। সেই কারণে ভারতের বন্ধুরা ইসলামিক দেশগুলিকে ভয় পাবেন না। পাশাপাশি তাঁর আবেদন স্বাধীনতার পক্ষেব দাঁড়ান এবং রাজনীতিবিদকে রক্ষার জন্য অবিচল থাকুন। নূপুর শর্মা নবী সম্পর্কে সত্যি কথা বলেছেন বলেও উল্লেখ করেন তিনি।

নূপুর শর্মাকে নিরাপত্তা

নবী সম্পর্কে মন্তব্যের কারণে আরব দেশগুলির চাপে পড়ে যায় বিজেপি। গত রবিবার বিজেপি নূপুর শর্মাকে বরখাস্ত করে। পরে নূপুর শর্মা হুমকি পাওয়ার অভিযোগ তোলায়, তাঁকে নিরাপত্ত দেওয়া হয়।
নূপুর শর্মা ও অপর বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যের কারণে কুয়েত, কাতার, ইরান, সৌজি আরব-সহ পারস্য উপসাগরের দেশগুলিতে ভারত রাষ্ট্রদূতকে হয় ডেকে পাঠানো হয় না হলে সেখানকার সুপার মার্কেটগুলিতে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়। যদিও ভারতের তরফে বলা হয়েছে নবী সম্পর্কে মন্তব্য নির্দিষ্ট ব্যক্তির ব্যক্তিগত। এর সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই। এছাড়াও আরও বলা হয়েছে, ভারত সব ধর্মকেই সম্মান করে।
এদিতে গির্ট ওয়াইল্ডার্স নূপুর শর্মাকে সমর্থন করে টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, তিনি নূপুর শর্মাকে সমর্থন করেন।

আলকায়দার কাছে মাথা নত নয়

এদিকে আল কায়দা হুমকি চিঠি প্রকাশ করে বলেছে নবীর মর্যাদা রক্ষার জন্য তারা মুম্বই, দিল্লি, উত্তর প্রদেশ এবং গুজরাতে আত্মঘাতী হামলা চালাবে। এব্যাপারে অপর একটি পোস্টে গির্ট ওয়াইল্ডার্স বলেছেন, আল কায়দার মতো ইসলামি সন্ত্রাসবাদীদের কাছে মাথা নত করা উচিত নয়। আল কায়দার পাশাপাশি তালিবানরা তাঁকেও হিটলিস্টে রেখেছিল বলেও মন্তব্য করেছেন তিনি।

বিমান বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষ নন, তৃণমূল কর্মী! মুকুল প্রশ্নে বিস্ফোরক শুভেন্দু জানালেন পরবর্তী সিদ্ধান্তবিমান বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষ নন, তৃণমূল কর্মী! মুকুল প্রশ্নে বিস্ফোরক শুভেন্দু জানালেন পরবর্তী সিদ্ধান্ত

English summary
On Prophet Mohammad issue Ducth Lawmaker Geeft Wilder supports Nupur Sharma
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X