For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে সংঘাতের মাঝে 'জাতীয় নিরাপত্তা'র প্রশ্নে রাহুলের জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকল!সমীক্ষা কী বলছে

লাদাখে সংঘাতের মাঝে 'জাতীয় নিরাপত্তা'র প্রশ্নে রাহুলের জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকল!

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে মঙ্গলবার কার্যত কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করা হয়েছে। ভার্চুয়াল ওই মিটিং এ ক্রমাগত করোনা থেকে লাদাখ পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে বিদ্ধ করেছেন সোনিয়া । এদিকে, লাদাখের উত্তেজনার পরিস্থিতিতে সোনিয়া পুত্র রাহুলের ওপর কত শতাংশ মানুষ জাতীয় নিরাপত্তার নিরিখে ভরসা করে রয়েছেন, তা উঠে এলো চমকপ্রদ পরিসংখ্য়ানে।

লাদাখ পরিস্থিতি

লাদাখ পরিস্থিতি

গত এক সপ্তাহের প্রবল উত্তেজনা দেখা দিয়েছে ভারত-চিন সীমান্তে। দুই শিবিরের সেনার মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। এরপর যদিও দুই পক্ষের বৈঠকে বরফ খানিকটা গলার আভাস মিলেছে, তবুও উদ্বেগ কাটছে না। এমন পরিস্থিতিতে দেশের হাল যদি রাহুল গান্ধীর হাতে থাকত, তাহলে তাঁর সমর্থনে কতজন থাকতেন? প্রশ্নের উত্তর এসেছে সি ভোটারে সমীক্ষায়।

 সমীক্ষা কী বলছে?

সমীক্ষা কী বলছে?

আইএনএস ও সিভোটারের সমীক্ষা বলছে, মাত্র ৩৯ শতাংশ মানুষ জাতীয় নিরাপত্তার প্রশ্নে রাহুল গান্ধীকে সমর্থন করছেন এই মুহূর্তে। বাকি ৬১ শতাংশ মানুষ জাতীয় নিরাপত্তার প্রশ্নে রাহপুলের পাশে নেই।

 রাহুলের ওপর আস্থা রাখছেন কতজন ভারতীয়?

রাহুলের ওপর আস্থা রাখছেন কতজন ভারতীয়?

আইএনএস সি ভোটার স্ন্যাপ পোল বলছে, মাত্র ১৪. ৪ শতাংশ ভারতীয় রাহুল গান্ধীর ওপর আস্থা রাখছেন। যেখানে ২৪. ৩ শতাংশ মানুষ রাহুলকে বিশ্বাস করতে পারছেন না বলে জানান। অন্যদিকে, ৬১.৩ শতাংশ মানুষ রাহুলের ওপর আস্থা জাতীয় নিরাপত্তার প্রশ্নে ভরসা করতে পারছেন না।

 ভোট, সমীক্ষা ও কিছু তথ্য

ভোট, সমীক্ষা ও কিছু তথ্য

সি ভোটারের দাবি, মুসলিম সম্প্রদায় থেকে রাহুল সর্বাধিক ভোট পেয়েছেন। তাঁর ভোট ব্যাঙ্কে ৪৩.৯ শতাংশই মুসলিম সম্প্রদায়। যেখানে ৪৩ এর মধ্যে ৩৯ শতাংশই জানিয়েছেন যে তাঁরা রাহুলের ওপরেই আস্থা রাখছেন। এদিকে, ৯০ শতাংশ খ্রিষ্টান ও ৭১ শতাংশ শিখ ভোট রাহুলের বিরুদ্ধে গিয়েছে বলে দাবি করেছে সমীক্ষা। অন্যদিকে, ৭১ শতাংশ উপজাতি ভোট ও ৬৯ শতাংশ হিন্দু উচ্চবর্ণের সমর্থন রাহুল পাননি বলে সমীক্ষায় উঠে এসেছে।

করোনার গুঁতোয় খাদের কিনারে জিডিপি! ২০২১-এ কি ঘুরে দাঁড়াবে ভারতীয় অর্থনীতি?করোনার গুঁতোয় খাদের কিনারে জিডিপি! ২০২১-এ কি ঘুরে দাঁড়াবে ভারতীয় অর্থনীতি?

English summary
On Nationl security only 39 percent indian's like Rahul Gandhi , says survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X