For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাজুমলার কেন্দ্রীয় সরকার , ইডি অফিসে বসেই মোদীর ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতিকে এক হাত রাহুলের

Array

Google Oneindia Bengali News

সম্প্রতি ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে ডেকে পাঠিয়েছিল ইডি। সোনিয়া গান্ধী করোনা আক্রান্ত হওয়ায় তিনি হাজির দিতে না পারলেও বিদেশ থেকে ফিরে হাজিরা দিয়েছেন রাহুল। এসবের মাঝেই নরেন্দ্র মোদী দেশের মানুষের জন্য ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন। তা নিয়েই ইডি সফতর থেকেই সরব হলেন রাহুল গান্ধী। তিনি বললেন 'মহা জুমলা'।

 কী বলেছেন রাহুল ?

কী বলেছেন রাহুল ?

কংগ্রেস নেতা রাহুল গান্ধী মঙ্গলবার আগামী দেড় বছরে ১০ লক্ষ চাকরির ঘোষণা নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন এটি 'জুমলা' নয়, 'মহা জুমলার' সরকার।

কোথা থেকে এই টুইট করেন রাহুল ?

কোথা থেকে এই টুইট করেন রাহুল ?

রাহুল গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড আর্থিক তছরুপ মামলায় পরপর দ্বিতীয় দিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর আধিকারিকদের দ্বারা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেখান থেকে বসেই চাকরি সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার বিষয়ে হিন্দিতে একটি টুইট শেয়ার করেন কংগ্রেস নেতা।

কি লিখেছেন রাহুল ?

কি লিখেছেন রাহুল ?

"আট বছর আগে যেভাবে প্রতি বছর দুই কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে যুবকদের প্রতারিত করা হতো, ঠিক সেভাবেই এখন ১০ লাখ সরকারি চাকরির পালা। এটা 'জুমলা' নয়, 'মহা জুমলার' সরকার। এমনটাই বলেছেন প্রাক্তন কংগ্রেস প্রধান।

আর কী বলেছেন রাহুল ?

আর কী বলেছেন রাহুল ?

প্রধানমন্ত্রী চাকরি তৈরিতে বিশেষজ্ঞ নন, কিন্তু চাকরি নিয়ে "সংবাদ" তৈরিতে তাঁর জুড়ি মেলা ভার। এভাবেই রাহুল আক্রমণ করে মোদীকে। মোদী বলেছিলেন যে আগামীতে ১০ লক্ষ লোক নিয়োগের জন্য বিভিন্ন সরকারী বিভাগ এবং মন্ত্রককে নির্দেশ জারি করা হয়েছে। দেড় বছরের মধ্যে এই পরিমাণ চাক্রিন হবে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে, সমস্ত সরকারী বিভাগ এবং মন্ত্রকগুলিতে মানব সম্পদের অবস্থা পর্যালোচনা করার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নির্দেশ দিয়েছেন।

আগের দিন, কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা মোদীর ঘোষণার পর সরকারকে কটাক্ষ করে এই বলেন যে মোদী প্রতি বছর দুই কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং প্রতিশ্রুতি অনুসারে, শেষ আট বছরে ১৬ কোটি চাকরি দেওয়া উচিত ছিল। এখনও সেটাই হয়নি। টুইটে তিনি লেখেন, "প্রতিশ্রুতি ছিল প্রতি বছর দুই কোটি চাকরি দেওয়ার এবং সেই অনুযায়ী হিসেব করলে দেখা যাচ্ছে আট বছরে ১৬ কোটি চাকরি দেওয়ার কথা। সে সব হয়নি, এখন আবার বলা হচ্ছে ২০২৪ সালের মধ্যে মাত্র ১০ লাখ চাকরি দেবে। কিছুই বোঝা যাচ্ছে না। কোনও মিল নেই। সরকারে ষাট লাখ পদ খালি পড়ে আছে। কেন্দ্রীয় সরকারে লক্ষাধিক পদ শূন্য রয়েছে, কোথাও কোনও কিছু হচ্ছে না কেন ?"

রাতের মায়ের 'দর্শন' , সকালে ইডির অফিসে ফের হাজির রাহুলরাতের মায়ের 'দর্শন' , সকালে ইডির অফিসে ফের হাজির রাহুল

English summary
it's a government of MAHA JUMLA rahul gandhi says on modi's job promise
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X