For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভায় মুখ্য়মন্ত্রীর দেখা মেলে না, কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা কপিল মিশ্রের

সোমবার বিধানসভায় কেজরিওয়ালের কম উপস্থিতি নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেন কপিল মিশ্র ।

Google Oneindia Bengali News

ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আসরে নামলেন বিদ্রোহী আম আদমি পার্টি বিধায়ক ও দিল্লির প্রাক্তন মন্ত্রী কপিল মিশ্র। সোমবার তিনি দিল্লি হাইকোর্টে বিধানসভায় কেজরিওয়ালের কম উপস্থিতি নিয়ে মামলা করেন। আদালত তাঁর অভিযোগ গ্রহন করেছে। মঙ্গলবার মামলাটির শুনানির হতে পারে।

কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা কপিল মিশ্রের

কপিল মিশ্রের অভিযোগ, দিল্লিতে বহুদিন ধরেই জল নিয়ে সমস্যা রয়েছে। অথচ, মুখ্যমন্ত্রী তথা জলদপ্তরের মন্ত্রী কেজরিওয়ালকে বিধানসভায় এনিয়ে আলোচনার জন্য পাওয়াই যায় না। অভিযোগপত্রে এই দিল্লির জলদপ্তরের এই প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন ২০১৭ সালে ২৭ দিন বিধানসভার অধিবেশন বসেছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন মাত্র ৭ দিন।

বিক্ষুব্ধ আপ বিধায়কের আরও দাবি, অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কেজরিওয়ালকে গত ৪০ মাস সংসদে দেখা যায়নি। অভিযোগপত্রে তিনি বলেন, 'এতেই বোঝা যায় দিল্লির জনগণের বিষয়ে আলোচনা করতে ও তাদের উন্নয়নে এবং তার কাছ থেকে প্রত্যাশিত কর্তব্যপালনে মুখ্যমন্ত্রী কতটা আন্তরিক।' কপিল আর্জি জানিয়েছেন আদালত যাতে বিধানসভায় কেজরিওয়ালের উপস্থিতি এবং জনগণের প্রশ্নের জবাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে দিল্লির লেফট্যানেন্ট গভর্নর ও স্পিকারকে নির্দেশ দেয়।

এর সঙ্গেই আপ-প্রধানের কাছ থেকে তাঁর সরকারের বার্ষিক কাজের খতিয়ানও চেয়েছেন। তাঁর বক্তব্য, বিধানসভায় তাঁর উপস্থিতির সংখ্যা,কটা প্রশ্নের উত্তর তিনি দিলেন, বিভিন্ন নীতি ও আইন প্রণয়নের বিষয়ে তাঁর উপলব্ধি এরকম বিষয়গুলি দিল্লিবাসীকে জানাতে হবে। সেইসঙ্গে আবারও অরবিন্দ কেজরিওয়ালের আয় ও সম্পত্তির তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।

অরবিন্দ কেজরিওয়ালের দীর্ঘদিনের সঙ্গী ও আপ মন্ত্রীসভার সদস্য ছিলেন কপিল মিশ্র। দিল্লির পানীয় জল সরবরাহের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছাড়াও দিল্লি জল বোর্ডের চেয়ারম্যানও ছিলেন কপিল। কিন্তু নিজের ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে তাঁকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেন কেজরিওয়াল। বহিষ্কার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কেজরিওয়ালের দিকে 'ঘুষ' নেওয়ার অভিযোগ তুলেছিলেন কপিল। তারপর থেকে এই দ্বৈরথ লেগেই আছে।

English summary
On Monday, Kapil Mishra sued Delhi Chief Minister Kejriwal for his low attendance in the Delhi Assembly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X