For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্ত্রাস হামলা বন্ধ হওয়া উচিত : শরিফকে কড়া সুরে বললেন মোদী

Google Oneindia Bengali News

মোদ-শরিফ
নয়াদিল্লি, ২৭ মে : সন্ত্রাস হামলা নিয়ে কোনও নরম মনোভাব দেখাবে না ভারত। প্রথমদিনেই এ বার্তা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকাল ১২ টা ১০ মিনিটে বৈঠকে বসের ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী। ২৬/১১ হামলা নিয়ে নওয়াজ শরিফকে কড়া প্রতিক্রিয়া জানান মোদী। এই হামলার চক্রীদের বিরুদ্ধে যে ট্রায়াল চালানো হয়েছে তার অগ্রগতি অসন্তোষজনক। এমনকী ২৬/১১ হামলার চক্রীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপও নেওয়া হয়নি বলে শরিফকে প্রশ্ন ছোঁড়েন মোদী। সন্ত্রাস হামলা যে বন্ধ হওয়া উচিত তাও গুরুগম্ভীর স্বরে শরিফকে জানিয়ে দেন নয়া প্রধানমন্ত্রী।

ভারতের পনেরো তম প্রধানমন্ত্রী হিসাবে মঙ্গলবার সকালে পিএমও-তে পা রাখেন নরেন্দ্র দামোদর মোদী। সোমবার মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার যে আট নেতা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী হিসাবে প্রথম দিনেই তাদের সঙ্গে বৈঠক করেন। যদিও এদিনের সবথেকে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের নয়া প্রধানমন্‌তরী নরেন্দ্র মোদীর মুখোমুখি বৈঠক। বাকিদের সঙ্গে যেখানে আধ ঘন্টা ২০ মিনিটের বৈঠক, সেখানে শরিফের সঙ্গে প্রায় ৫০ মিনিট ধরে বৈঠক করেন মোদী। এর ফলেই বোঝা যায়, দুই দেশের সম্পর্কে ইতিবাচক সূচনা হয়ে গিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও জানিয়েছেন যে, দুই দেশের বিদেশ সচিবই একে অপরের সঙ্গে যোগাযোগ রাখবেন। এবং দুই দেশের বাণিজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার যাবতীয় পদক্ষেপ নিতে হবে দুই তরফেই। এমনকী অর্থনৈতিক এবং রাজনৈতিক পটভূমিও যেন মসৃণ হয়, যেমন অন্যান্য দেশের সঙ্গে ভারতের রয়েছে, সে নিয়েও দুই প্রধানমন্ত্রীর মধ্যে কথা হয়।

আজ সকাল ১২টা ১০ মিনিটে হায়দ্রাবাদ হাউজে বৈঠকে বসেন ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী। ২০০৮-এ মুম্বইয়ে জঙ্গী হানার পর থেকে দুই দেশের সম্পর্কে যে ফাটল ধরেছিল তা নিয়েই এদিন বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী, সীমান্তে ভারতের উপর পাকিস্তানের বারংবার আক্রমণ সেই আগুনেই হাওয়া দিয়েছিল। এই বৈঠক মূল বরফ গলার বৈঠক বলেই মনে করছে রাজনৈতিক মহল।

শপথগ্রহণ অনুষ্ঠানে নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানিয়ে এক ধাপ পা বাড়িয়েছিল ভারত। ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে এক ধাপ এগিয়েছে পাকিস্তানও। এখন দেখার বিষয়ে নরেন্দ্র মোদী পারবেন কিনা দুই দেশের এই দূরত্ব কম করতে।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Earlier in the evening in my conversation with Prime Minister Nawaz Sharif he shared some very emotional things.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/statuses/470975960888520704">May 26, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ভারতের মাটিতে পা রেখেই শরিফ জানিয়েছিলেন পাকিস্তান থেকে শান্তির বার্তা নিয়ে এসেছেন তিনি। সোমবার অনুষ্ঠান শেষে, শরিফ বলেন, আমাদের ভয়, অবিশ্বাস এবং আশঙ্কা ছুঁড়ে ফেলতে হবে। কয়েক দশক ধরে উভয় দেশে যে অস্থিরতা রয়েছে নিরাপত্তার ভয় রয়েছে তার থেকে দুই দেশেরই পরিত্রাণ পাওয়া উচিত।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Nawaz Sharif ji told me that he stays in Islamabad but goes to meet his Mother once in a week.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/statuses/470976137892347904">May 26, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>This time when he was eating with his Mother he saw visuals on TV of my Mother offering me sweets.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/statuses/470976262286999552">May 26, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

সোমবার শরিফ বলেন, অটল বিহারি বাজপেয়ীর আমল থেকেই দুই দেশের সম্পর্কের ছেঁড়া সুতো জোড়া লাগাতে চেয়েছেন তিনি। কিন্তু তা হয়নি। আজ অটল বিহারি বাজপেয়ীর সঙ্গেও দেখা করতে পারেন শরিফ। তবে এবিষয়ে এখনও কোনও চূড়ান্ত খবর পাওয়া যায়নি।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>The visuals touched both Nawaz Sharif ji & his Mother. He told me that after seeing the visuals his Mother got very emotional.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/statuses/470976398794825728">May 26, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

হায়দ্রাবাদ হাউসে বৈঠকে বসার আগে নওয়াজ শরিফ লালকেল্লা, চাঁদনি চক এবং জামা মসজিদে যান শরিফ।

English summary
Terror Attack has to end : Modi to Sharif
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X