For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভারতীয়রা গুগল করেই দেখতে পারেন'! 'ডিটেনশন সেন্টার' নিয়ে মোদীর মন্তব্যের জবাব কংগ্রেসের

দিল্লির রামলীলা ময়দানে নরেন্দ্র মোদী রবিবারের হাইভোল্টেজ সভায় দাবি করেন যে ,ভারতে কোনও ডিটেনশন সেন্টারই নেই। তিনি আশ্বাস দেন যে ভারতীয় মুসলিমদের কোনও মতেই সরিয়ে দেওয়া হবে না ডিটেনশন সেন্টারে।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির রামলীলা ময়দানে নরেন্দ্র মোদী রবিবারের হাইভোল্টেজ সভায় দাবি করেন যে ,ভারতে কোনও ডিটেনশন সেন্টারই নেই। তিনি আশ্বাস দেন যে ভারতীয় মুসলিমদের কোনও মতেই সরিয়ে দেওয়া হবে না ডিটেনশন সেন্টারে। আর রামলীলা ময়দানে মদীর বক্তব্যের পরই এক টুইট বার্তায় তোপ দাগে কংগ্রেস।

কংগ্রেসের প্রশ্ন

কংগ্রেসের প্রশ্ন

ভারতে ডিটেনশন সেন্টার রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন আসতেই, কংগ্রেস একটি টুইটে লেখে,' মোদী কি বিশ্বাস করেন তাঁর মিথ্যাগুলিকে যাচাই করতে ভারতীয়রা একটি সামান্য গুগল সার্চ করে নিতে পারেন? এই ডিটেনশন সেন্টারগুলি আসল। আর এগুলি বাড়তে থাকবে, যতদিন এই সরকার থাকবে।'

কোথায় কোথায় রয়েছে ডিটেনশন সেন্টার, জানাল কংগ্রেস

ভারতের কোথায় কোথায় ডিটেনশন সেন্টার রয়েছে , তা টুইটারে জানিয়ে দিয়েছে কংগ্রেস। একাধিক মিডিয়া রিপোর্টের ছবি পোস্ট করে কংগ্রেস লিখেছে, অসমের গোয়ালপাড়া, নভি মুম্বইয়ে বড়সড় ডিটেনশন সেন্টার তৈরি হচ্ছে। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের একটি বক্তব্যকে তুলে ধরে কংগ্রেস জানায়, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে ডিটেনশন সেন্টারে।

মোদী কী বলেছিলেন?

মোদী কী বলেছিলেন?

মোদী এর আগে রামলীলা ময়দানে নাগরিকত্ব ইস্যুতে একাধিক বার্তা দেন। সেখানে তিনি বলেন, ভারতীয় মুসলিমদের নাগরিকত্ব ইস্যুতে কোনও রকমের আশঙ্কা থাকবার কথা নেই। তিনি বলেন, আরবান নক্সাল ও কংগ্রেস ডিটেনশন সেন্টার নিয়ে গুজব ছড়াচ্ছে। তিনি রামলীলা থেকে জানিয়ে দেন, ভারতে কোনও ডিটেনশন সেন্টারই নেই। যার প্রেক্ষিতে বার্তা দিয়ে কংগ্রেস পাল্টা টুইট করেন।

অমিত শাহের উদ্দেশে হুঁশিয়ারি সিদ্দিকুল্লার! মমতার সমর্থনেই উস্কানি, বললেন দিলীপঅমিত শাহের উদ্দেশে হুঁশিয়ারি সিদ্দিকুল্লার! মমতার সমর্থনেই উস্কানি, বললেন দিলীপ

English summary
On Modi's detention centre Comment, Congress suggests A simple google search
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X