For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলছে জোরদার প্রস্তুতি, স্বাধীনতা দিবসে কেমন নিরাপত্তা ব্যবস্থা দিল্লিতে জেনে নিন

Google Oneindia Bengali News

৭৫ বছর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশের রাজধানী নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সোমবার দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঐতিহাসিক লাল কেল্লা চত্ত্বর মুড়ে ফেলা হবে দশ হাজারের বেশি পুলিশ কর্মী দিয়ে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রত্যেক বছরের মতো এ বছরও মুঘল আমলের এই স্মৃতিস্তম্ভ থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লালকেল্লা চত্ত্বর পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে

লালকেল্লা চত্ত্বর পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে

প্রত্যেক বছরের মতোই শহরের পুলিশ জানিয়েছে যে তারা স্বাধীনতা দিবসের জন্য বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা করেছে যা নিশ্ছিদ্র ও নির্ভুল। ক সাংবাদিক সম্মেলনে আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা স্পেশাল কমিশনার অফ পুলিশ দীপেন্দ্র পাঠক বলেছেন, '‌স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দশ হাজারের বেশি পুলিশ কর্মী লালকেল্লা চত্ত্বর জুড়ে বিভিন্ন ভূমিকায় মোতায়েন করা হবে এবং পুরো ভেন্যু পর্যন্ত সুরক্ষা ব্যবস্থা থাকবে। আমরা এইদিনের জন্য নিশ্ছিদ্র ও নির্ভুল বন্দোবস্ত করেছি।'‌ অফিসার এও জানিয়েছেন যে এই বছর এরিয়াল বস্তুগুলির ওপর বেশি ফোকাস করা হবে এবং আন্তঃরাজ্য সমন্বয়ের সঙ্গে গোয়েন্দা এবং কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে প্রকৃত-সময়ের সমন্বয় বজায় রাখা হচ্ছে। তিনি বলেন, '‌আমরা আইইডি সনাক্তের জন্য ব্যাপক তল্লাশি চালাচ্ছি, যদি থেকে থাকে। কর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা, প্রশিক্ষণ এবং পরিকল্পনা অনুযায়ী মোতায়েন সম্পর্কে অবহিত করা হচ্ছে।'‌

দিল্লিবাসীকে সতর্ক করা হচ্ছে

দিল্লিবাসীকে সতর্ক করা হচ্ছে

পাঠক জানিয়েছেন যে বেলুন ও ঘুড়ি ওড়ানো হবে স্বাধীনতা দিবসের দিন, তাই লালকেল্লা ও সংলগ্ন এলাকায় ৪০০ জনের বেশি ঘুড়ি ওড়ানোকারী মোতায়েন করা হয়েছে। পাঠক বলেন, '‌আবাসিক কল্যাণ সংগঠন ও বাজার কল্যাণ সংগঠনের মাধ্যমে আমরা সচেতনতা ছড়াচ্ছি। আমরা ১৫ অগাস্ট লালকেল্লার চারপাশে ঘুড়ি, বেলুন বা যে কোনও ধরণের উড়ন্ত বস্তু যাতে না দেখা যায় তা নিশ্চিত করার জন্য জারি করা পরামর্শ অনুসরণ করতে জনগণকে অনুরোধ করেছি।'‌ প্রসঙ্গত, ২০১৭ সালের স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন পোডিয়ামের ঠিক ওপরে একটি ঘুড়ি এসে পড়েছিল। যদিও প্রধানমন্ত্রী তাতে বিচলিত না হয়ে তাঁর ভাষণ চালিয়ে গিয়েছিলেন।

চলছে ব্যাপক তল্লাশি

চলছে ব্যাপক তল্লাশি

দিল্লি পুলিশের অধিকর্তারা জানিয়েছেন যে পুলিশ রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, টহল বাড়িয়েছে এবং নাশকতাবিরোধী তল্লাশি চলছে। হোটেল, রেস্তোঁরা, পার্কিং লট, গেস্টহাউসে তল্লাশি চালানো হচ্ছে এবং ভাড়াটে ও পরিচারক/‌পরিচারিকাদের পরিচয়পত্র যাচাইয়ের কাজ করছে পুলিশ। পুলিশ দিল্লিবাসীর কাছে অনুরোধ করেছে যে পুলিশের কাছ থেকে আসা কোনও পরামর্শ ও নির্দেশ, সেটা ভাড়াটে, পরিচারকদের পরিচয়পত্রের বৈধতা যাচাই হোক, হোটেলের যাচাইকরণ বা কোনও সন্দেহজনক কিছু নজরে আসলে তা সঙ্গে সঙ্গে যেন পুলিশকে জানানো হয়। পুলিশ বিগত কত কয়েক মাস যাবৎ যাচাইকরণ অভিযান শুরু করেছে। পাঠক এও জানিয়েছেন যে শহরের পুলিশের সঙ্গে একাধিক এজেন্সির যোগাযোগ রয়েছে এবং সব তথ্য একে-অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার কাজও চলছে।

সিসি ক্যামেরা ইনস্টল

সিসি ক্যামেরা ইনস্টল

এছাড়াও লালকেল্লা চত্ত্বর জুড়ে বসানো হবে হাজারের বেশি উচ্চ-আধুনিক সিসি ক্যামেরা। এগুলি উত্তর, মধ্য ও দিল্লি জেলা ইউনিট পুলিশ ইনস্টল করবে। লালকেল্লার দিকে যাওয়া ভিভিআইপি রুটের দিকে নজরদারি চালাবে এই ক্যামেরাগুলি। গত ২২ অগাস্ট পুলিশের পক্ষ থেকে এক নির্দেশ জারি করে বলা হয় যে প্যারাগ্লাইডার, হ্যান্ডগ্লাইডার ও হট এয়ার বেলুনের মতো উড়ন্ত জিনিস যেন ১৫ অগাস্টের দিন আকাশে দেখা না যায়। এই নিষেধাজ্ঞা ১৬ অগাস্ট পর্যন্ত কার্যকর থাকবে।

English summary
More than 10,000 police personnel may be deployed across the Red Fort premises
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X